কলকাতাঃ 'জিজ্ঞাসাবাদে সাহায্য করছিলেন না পার্থ চট্টোপাধ্যায়', প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতারের পর এমনটাই দাবি ইডি-র। এদিনই পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হবে। তবে তার আগে আরও এক দফায় জিজ্ঞাসাবাদ করা হবে, বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) । 


এসএসসি দুর্নীতি মামলার (SSC Scam) তদন্তে ইডি-র তল্লাশিতে উদ্ধার বস্তা বস্তা ২০০০ ও ৫০০ টাকার নোট। যা গুণতে রাত পেরিয়েছে। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে ২০ টি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা, সোনা এবং নথি। ইডি তল্লাশিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তা ভর্তি টাকা। কিন্তু কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা ?  প্রায় ২৭ ঘন্টা ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এসএসসি দুর্নীতি তদন্তে নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র অফিসাররা। কিন্তু শেষ অবধি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। 


আরও পড়ুন, 'একটু আদর্শ খুঁজতে বেরিয়েছি', ইডি তদন্তে মমতাকে কটাক্ষ দিলীপের


প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ইতিমধ্যেই জেরবার রাজ্যের শাসকদলের শীর্ষনেতারা। সবে যখন রাজ্যে বাঁকুড়ার বিজেপি বিধায়কের বাড়িতে অভিযান চালিয়েছে সিআইডি। রীতিমতো শিরোণামে এসেছে সেই খবর। সারাদিন রাত তোলপাড় হয়েছে। যদিও তার অনেক আগে থেকেই এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে বিজেপি বিধায়কের ঘটনার পরপরই আসে ২১ জুলাই শহিদ দিবস। বেশ বড়সড় করে পালন করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের তোপের মুখে পড়ে বিজেপি। আর ২১-র রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালায় ইডি। আর তারই ২৪ ঘন্টা পার হতে না হতেই এবার গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই পদক্ষেপে চাপের মুখে রাজ্য তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব।