কলকাতাঃ জল্পনা বাড়িয়ে পরিষদীয় মন্ত্রীর গাড়ি ফেরত দিলেন পার্থ (Partha Chatterjee) । গ্রেফতারির পরেই পরিষদীয় মন্ত্রী হিসেবে গাড়ি ফেরত দিলেন পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভার কেয়ারটেকারের হাতে গাড়ির চাবি ফেরত দিলেন চালক।
পার্থ চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী হিসেবে যে গাড়ি পেতেন, তা ফিরিয়ে দেওয়া হয়েছে। যে স্করপিও গাড়িতে করে পার্থ চট্টোপাধ্যায়কে সবসময় দেখা যেত, সেই গাড়িই এবার বিধানসভায় ফিরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তবে বিধানসভা থেকে এই গাড়ি চাওয়া হয়নি, এমনটাই সূত্রের খবর।। স্বেচ্ছায় এই গাড়ি তিনি ফিরিয়ে দিয়েছেন।প্রসঙ্গত, শুক্রবার থেকে ইডি অভিযানের পর তোলপাড় রাজ্য-রাজনীতি। এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী-সহ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালায় ইডি। একুশে জুলাইয় শহিদ দিবসে তৃণমূলের মেগা ইভেন্টের পর ইডি অভিযান স্বাভাবিকভাবেই ঝড় তোলে রাজ্যে।
তবে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিপুল পরিমাণ অর্থের পর্দাফাঁস হতেই ঘটনা খুব দ্রুত মোড় নেয় অন্যদিকে। রুদ্ধশ্বাস গতিতে জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার এবং দলের তরফে কুণালের মন্তব্য বিতর্ক উসকে দেয়। হাইকোর্টের নির্দেশে SSKM-এ ভর্তি করা হলেও তা ক্ষণস্থায়ী। সকালে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়। এদিকে দুপুর গড়াতেই পার্থ-র শারীরিক পরীক্ষার রিপোর্ট দেওয়ার পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আজই ছেড়ে দেওয়া হবে, বলে জানায় এইমস। রিপোর্ট আসার আগে অবধি, 'গুরুতর সমস্যা ' ছিল বলে প্রকাশ্য়ে এসেছিল। তবে ভুবনেশ্বর এইমস-র, পার্থকে না ভর্তি নেয়নি। ইতিমধ্যেই কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে তাঁকে। মূলত শুক্রবার থেকে প্রায় প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিটই পট পরিবর্তন হচ্ছে। রাজ্যে এই মুহূর্তে শিরোণামে শুধুই তাই পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন, কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক: মমতা বন্দ্যোপাধ্যায়
উল্লেখ্য, পার্থ ও অর্পিতা, দু’জনের বাড়ি থেকেই যৌথ নামে বেশ কিছু নথি মিলেছে। এর কারণ জানতে চান ইডি-র তদন্তকারীরা। ইডি সূত্রে দাবি, পার্থর সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠতা বছর দশেক ধরে। এর মধ্যে আর্থিক লেনদেন, নামে-বেনামে সম্পত্তি, যৌথ সম্পত্তির হদিশ মিলেছে। ইডির সিজার লিস্টে আরও দাবি করা হয়েছে, কালো ডায়েরি ছাড়া আরও একটি এক্সিকিউটিভ ডায়েরি এবং একটি পকেট ডায়েরি উদ্ধার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে। এদিন অর্পিতাকে জেরা করে ইডি। একাধিক বিষয় জানতে চাওয়া হয়। আর জেরায় অর্পিতা সহযোগিতা করছেন বলে ইডি সূত্রে খবর।