কলকাতা:
১০ এপ্রিল দেশের চার মহানগর কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ে আজও পেট্রোল ও ডিজেলের দামে বদল হয়নি। তবে আমেদাবাদ, অরুণাচলপ্রদেশ, ছত্তিশগড়ে জ্বালানির দরে সামান্য বদল এসেছে। আমেদাবাদে ২১ পয়সা বেড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৩৮ টাকা হয়েছে। পাশাপাশি অরুণাচলপ্রদেশে ৮ পয়সা বেড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৫.৪৭ টাকা এবং ২ পয়সা বেড়ে ডিজেলের লিটার প্রতি দাম ৮৪.৬৮ টাকা হয়েছে। এবং ছত্তিশগড়ে জ্বালানির দরে ৫৫ পয়সা বেড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩. ৬৩ টাকা এবং ৫৩ পয়সা বেড়ে ডিজেলের লিটার প্রতি দাম ৯৬.৫৯ টাকা হয়েছে।
কলকাতা-সহ দেশের ৪ মহানগরে কী দাম পেট্রোল-ডিজেলের ?
কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।
দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।
চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৭৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ৩৩ টাকা।
মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৭ টাকা।
দেশের অন্যান্য শহরগুলিতে কী দাম পেট্রোল-ডিজেলের ?
এলাহবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৮৫ টাকা।
জম্মুতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.৫০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৩.২৬ টাকা।
নাগপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৮৯ টাকা।
নয়ডায় পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৬ টাকা।
আরও পড়ুন, আজই থেকেই বাড়বে গরম, তাপপ্রবাহের আশঙ্কা কোথায় কোথায় ?
কীভাবে ঘরে বসে পেট্রোল ও ডিজেলের দাম দেখবেন আপনার মোবাইলে ?
উল্লেখ্য, আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন। মূলত প্রতিদিন পেট্রোল-ডিজেলের নতুন হার (Petrol Diesel Price Today) দেশের সরকারি তেল কোম্পানিগুলি ঘোষণা করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে এই দর নির্ধারণ করা হয়।