কলকাতা:  আজ পেট্রোল-ডিজেলের (Petrol and Diesel Price) কী দাম কলকাতায় ?  পরিসংখ্যান অনুযায়ী, একটা লম্বা সময় জুড়ে জ্বালানির দামে তেমন কোনও বড় পরিবর্তন হয়নি। সারা দেশের চারটি মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম দীর্ঘদিন ধরেই অপরিবর্তিত রয়েছে। রাজ্যে ইতিমধ্যেই কমবেশি শীতের আমেজ বাড়ছে। ডিসেম্বর পড়তেই সবারই ঘুরতে যাওয়ার প্ল্যান। সকলেই প্রায় গ্যারেজ থেকে ধুলো ঝেড়ে গাড়ি বের করে লং ড্রাইভের অপেক্ষায়। ভারতের কোন রাজ্যে, কেমন দাম জ্বালানির, চলুন কলকাতা-সহ দেশের ১২ শহরের পেট্রোল-ডিজেলের দাম জেনে নেওয়া যাক। 


কলকাতা-সহ দেশের কোন রাজ্যে কেমন দর পেট্রোল-ডিজেলের ?


কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। 


দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।


 চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।


মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৭ টাকা।


 ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা।


জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।


আজ  দেশের কোন শহরে পেট্রোলের দাম ১০০-র নিচে ?


দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা।


এলাহবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা।


জম্মুতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.৫০ টাকা।


নাগপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.০৪ টাকা।


নয়ডায় পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭৯ টাকা।


গুজরাতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.২৭ টাকা।


হিমাচলে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৫.৯৩ টাকা।


৯০-র নিচে পেট্রোল দেশের কোন শহরে ?


দিল্লিতে ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।


ব্যাঙ্গালুরুতে ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা।


এলাহবাদে ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৮৫ টাকা।


জম্মুতে ডিজেলের লিটার প্রতি দাম ৮৩.২৬ টাকা।


নাগপুরে ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৮৯ টাকা।


নয়ডায় ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৬ টাকা।


হিমাচলে ডিজেলের লিটার প্রতি দাম ৮২.১৫ টাকা। 


 আরও পড়ুন, পৌষের শুরুতে ফের হেরফের তাপমাত্রায়, আজ কেমন আবহাওয়া দক্ষিণ ২৪ পরগনায় ?


উল্লেখ্য, আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।  আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতা অব্যহত। প্রসঙ্গত,  বিশ্ববাজারে ওঠানামায়, মারাত্মক প্রভাব পড়ছে জ্বালানির ওঠানামায়। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। এর নয় থেকে ব্যাতিক্রম নয় ভারতীয় শেয়ার বাজার।তেলের দামের প্রভাবের ফলে নামছে মেটাল স্টক। উঠছে এশিয়ান পেন্টস, ছাড়াও অন্যান্য রঙের কোম্পানি, রং ও আঠা কোম্পানির শেয়ার। সম্প্রতি 'ওপেক' দেশগুলি তাঁদের তেল উৎপাদন, কমানোর সিদ্ধান্ত নিয়েছে, তারপর থেকেই বিশ্ববাজারের তেলের দাম।