কলকাতা: 'টাকা নিয়েছে, ফেরত দিতে হবে। নাহলে চামড়া উঠে যাবে', আবাস যোজনা নিয়ে এই ভাষাতেই তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগে নারদকাণ্ডের টাকা ফেরত দিন। বিরোধী নেতাকে পাল্টা কটাক্ষ করেছেন জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। 


কী বলেছিলেন শুভেন্দু, কেন অভিযোগ ?


গতকাল এগরার সভায়  শুভেন্দু অধিকারী বলেন, 'চামড়া উঠে যাবে, টাকা নিয়েছে ফেরত দিতে হবে, টাকা নিয়েছে ফেরত দিতে হবে, অনেক টাকা নিয়েছে ফেরত দিতে হবে।' মূলত গতকয়েকদিনে জেলায় জেলায় কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্পের সার্ভেতে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেই চলেছে। আবাস যোজনায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। যাতে নাম জড়াচ্ছে একের পর এক তৃণমূল নেতার। পাকা বাড়ি থেকেও কাঁচা বাড়ির তালিকায় নাম, এমন অভিযোগ ভুরিভুরি। ব্রাত্য রয়ে গিয়েছেন মাটির বাড়ির মালিকেরা বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই জোরালো হয়ে উঠেছে যে, আবাস যোজনায় (PM Awas Yojana) দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে ইস্তফা দিয়েছেন তৃণমূল (TMC) পরিচালিত গ্রাম পঞ্চায়েতেরই প্রধান, উপপ্রধান-সহ ১৭ জন তৃণমূল সদস্য! কান্নায় ভেঙে পড়েন খোদ তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরের ঘটনায় ইতিমধ্যেই অস্বস্তিতে রাজ্যের শাসকদল। আর একের পর এক আবাস দুর্নীতির ইস্যুতে এবার তোপ দাগলেন শুভেন্দু। অন্যদিকে গলায় গামছা দিয়ে টাকা আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। যদিও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)।


আরও পড়ুন, ফের বাড়ল সংক্রমণ, বড়দিনের পর রাজ্যে কতগুলি পজিটিভ কেস ?


 শিরোনামে আবাস দুর্নীতি !


রাজ্যে দোরগড়ায় পঞ্চায়েত ভোট। এদিকে একের পর এক দুর্নীতিতে নাম জড়ানোয় কার্যত জেরবার রাজ্যের শাসকদল। গরুপাচার মামলা থেকে নিয়োগ দুর্নীতি মামলা, নারদা মামলা-সহ একাধিক মামলায় ইতিমধ্য়েই শাসকদলের হেভিওয়েট নেতা-মন্ত্রী জেলে। সক্রিয় ভূমিকা নিয়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এর আগে একাধিকবার কেন্দ্রীয় প্রকল্পের ইস্যুতে রাজ্যকে দোষারপ করেছে বিজেপির শীর্ষ নের্তৃত্ব। নাম বদলে নিজেদের বলে চালিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। তবে এবার একের পর এক জেলায় জেলায় আবাস দুর্নীতির অভিযোগে আকণ্ঠ নাম জড়িয়েছে নেতাদের। আর তারপরেই বাকি দুর্নীতিদের পিছনে ফেলে শিরোনামে আবাস দুর্নীতি !