কলকাতা: শীত উপেক্ষা করে হকের চাকরির দাবিতে পথেই কাটছে রাত। চারদিনে পড়ল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অনশন (Job Seekers Agitation)। অবস্থানের ২০ দিন চলছে। বালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সংসদের জেলা অফিসের সামনে অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীর ছবি (CM Mamata Banerjee's Photo) লাগিয়ে হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীরা (Job Seekers) ।
হকের চাকরির দাবিতে,২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অনশন
অনশনকারীদের দাবি, ১৩ বছর ধরে টানাপোড়েনের পর গত ১০ নভেম্বর, হাইকোর্ট ১৪ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়। আদালতের নির্দেশের পর প্যানেল প্রকাশ করা হলেও, একমাস কেটে গেলেও নিয়োগ হয়নি। চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, সরকার হাইকোর্টের নির্দেশ মেনে তাঁদের নিয়োগপত্র দিক, এটুকুই দাবি। উল্লেখ্য, ১৯ তারিখ 'মহাজোট'-এ নামে আন্দোলনকারী চাকরিপ্রার্থীর দল। ইতিমধ্যেই এক আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেছেন, 'রাজনীতিতে যদি মহাজোট হতে পারে, তাহলে যারা চাকরি পাচ্ছে না, তাদের কেন মহাজোট হবে না ? দেখিয়ে দেব বঞ্চিতদের কতটা শক্তি। সাদা খাতা দিয়ে কীভাবে চাকরি, টাকার বিনিময়ে?
আদালতের নির্দেশের পর প্যানেল প্রকাশ করা হলেও, একমাস কেটে গেলেও নিয়োগ হয়নি
'উল্লেখ্য, কেউ গান্ধী মূর্তির পাদদেশে, তো কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাশে, যোগ্য প্রার্থী হয়েও স্কুলে চাকরি না মেলার অভিযোগে, মাসের পর মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন এঁরা। এবার আর আলাদা আলাদা নয়, একজোট হয়ে পথে নামতে চলেছেন চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের ৯টি মঞ্চ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে, সোমবার মহামিছিল নেমেছে তারা। শহর দেখেছে ব্রিগেডের ময়দানে রাজনীতির মহাজোট, আর এবার বঞ্চিত চাকরিপ্রার্থীরা, দীর্ঘদিন ধরে যাঁরা রাস্তায় বসে রয়েছেন, তাঁরাও এবার রাজনীতির মতো মহাজোট বাঁধলেন।
আরও পড়ুন, অনুব্রতর বিরুদ্ধে 'খুনের চেষ্টা'-র মামলায় ৩ দিন পার, অভিযোগকারীর 'বয়ান রেকর্ড করেনি পুলিশ'
আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মহামিছিল
কলকাতা হাইকোর্টের সম্মতি নিয়ে, সোমবার বেলা সাড়ে ১২টায় শিয়ালদা থেকে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মহামিছিল শুরু হয়। মিছিল যাবে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত। তাতে সামিল ৬০০ দিনের উপর আন্দোলন চালিয়ে আসা SLST-র চাকরিপ্রার্থীরা। তাঁরা ছাড়াও মিছিলে যোগ ২০১৪-র টেট উত্তীর্ণ, SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা-সহ অন্যান্য মঞ্চ।