কলকাতা: যুবক খুনের প্রতিবাদে চিংড়িঘাটায় ধুন্ধুমার। পুলিশের সামনেই অভিযুক্তকে বেধড়ক মার উত্তেজিত জনতার, ট্যাক্সি ভাঙচুর। পুলিশকে ঘিরেও বিক্ষোভ স্থানীয়দের। গতকাল রাতে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনে গান চালানো নিয়ে দুপক্ষের বিবাদ। এক যুবককে মারধরের প্রতিবাদ করায় গলায় কাঁচি ঢুকিয়ে খুনের অভিযোগ। নিহত যুবকের নাম সাহেব আলি। 


যুবক খুনের প্রতিবাদ: জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে গান চালানো নিয়ে বচসা, মারধর। প্রতিবাদ করায় ২২ বছরের তরুণের গলায় কাঁচি ঢুকিয়ে খুন। গতকাল রাত ২টো নাগাদ চিংড়িঘাটার কাছে বাসন্তী দেবী কলোনিতে এই ঘটনা ঘটে। খুনের প্রতিবাদে গতকাল রাতের পর আজ সকালেও রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। বিধাননগর দক্ষিণ থানার পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। বিক্ষোভস্থলে যান বিধানননগর কমিশনারেটের পুলিশ কমিশনার গৌরব শর্মা। পুলিশের সামনেই অভিযুক্তকে মারধর করে উত্তেজিত জনতা। 


স্থানীয়দের দাবি, জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বির্সজনে গান চালানো নিয়ে বাসন্তী দেবী কলোনির কয়েকজন যুবকের মধ্যে গতকাল মারামারি হয়। অভিযোগ, মোক্তার আলি মোল্লা নামে এক যুবককে কাঁচি দিয়ে আঘাত করে অভিযুক্ত বিট্টু। সাহেব আলি প্রতিবাদ করায় তাঁর ওপরেও চড়াও হয়। সাহেবের গলায় বিট্টু কাঁচি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


মৃত্যু এক বাইক আরোহীর: এদিকে ময়দান (Maidan) এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহী কলেজ ছাত্রের। সকাল ৬ট নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, খিদিরপুরের দিক থেকে ময়দানের দিকে পাশাপাশি আসছিল গাড়ি এবং বাইক। বাইকে চড়ে ময়দানে খেলতে আসছিলেন তিন তরুণ। কারও মাথায় হেলমেট ছিল না। গাড়ির ধাক্কায় তিনজনই আহত হন। বছর ১৯-এর মহম্মদ ফয়জল আনসারিকে আশঙ্কাজনক অবস্থায় SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে এসে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খিদিরপুরের হরিমোহন ঘোষ কলেজের BA তৃতীয় বর্ষের ছাত্র ফয়জল। বাড়ি গার্ডেনরিচে। দুর্ঘটনার পরেই ঘাতক গাড়িটিকে ধরতে আশপাশের ট্রাফিক গার্ডদের সতর্ক করা হয়। কিছুক্ষণের মধ্যেই কিড স্ট্রিটে গাড়িটির হদিশ মেলে। গাড়ি চালককে আটক করেছে ময়দান থানার পুলিশ। ডেকে পাঠানো হয়েছে গাড়ির মালিককে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Winter Forecast: শীতের পথে কাঁটা! ফের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রুকুটি, হাওয়া বদলের পূর্বাভাস