কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পর এবার আনন্দপুরে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে র‍্যাগিংয়ের অভিযোগ উঠল। দ্বিতীয় বর্ষের ছাত্রের অভিযোগ, সিনিয়র ছাত্ররা রীতিমতো দাদাগিরি চালাচ্ছেন। প্রথমে মানসিক নির্যাতন, বশ্যতা স্বীকার না করলে, মারধরও করা হয়।


র‍্যাগিংয়ের অভিযোগ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে: অভিযোগ, গতকাল রাস্তায় গাড়ি থামিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে সিনিয়র ছাত্ররা মারধর করেন। আনন্দপুর থানায় কলেজের তৃতীয় বর্ষের দুই পড়ুয়ার নামে অভিযোগ দায়ের হয়েছে। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, ঘটনা কলেজের বাইরে ঘটেছে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ।        


কয়েক মাস আগে র‍্যাগিংয়ের অভিযোগে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। হস্টেলে র‍্যাগিংয়ের জেরে ছাত্র মৃত্যুর অভিযোগে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। ঘটনায় প্রাক্তন এবং বর্তমান পড়ুয়া মিলিয়ে গ্রেফতার করা হয় ১৩ জনকে। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের র‍্যাগিংয়ের (Ragging) অভিযোগ। আর এবার ঘটনা শহরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজকে কেন্দ্র করে। অভিযোগকারী ছাত্র জানিয়েছেন, অনেকদিন ধরেই উত্যক্ত করা হত। বেধড়ক মারধর করা হয়। প্রাণে মেরে পেলার হুমকিও দিয়েছিল। এমনকী কলেজে ভবিষ্য়ত নষ্ট করে দেবে বলেও হুমকি দেয়। বাবা-মাকে জানাই। কলেজ কর্তৃপক্ষও জানিয়েছিলাম। পাশে ছিল কর্তৃপক্ষ। কিন্তু তারপরে আবার রাস্তায় গাড়ি থামিয়ে মারধর করে। জামা ছিঁড়ে দিয়েছে।         


গত ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় নদিয়ার এক পড়ুয়ার। নেপথ্যে ওঠে জঘন্যতম র‍্যাগিং-এর অভিযোগ ।এরপর থেকে বিভিন্ন মহলে বারবার প্রশ্ন উঠছে র‍্যাগিং ও তারওপর নজরদারি নিয়ে। এর আগে ব়্যাগিংয়ের অভিযোগে সরব হয়েছেন খোদ অন্তবর্তী উপাচার্য। গত মাসে অন্তবর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, “তদন্ত চাই। আমি তো নিজে র‍্যাগিং-এর শিকার। মনে হচ্ছে চক্রান্ত, পিছনে পাকা মাথা।’’ শুধু তাই নয়, গত অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয়ের যাদবপুর ও সল্টলেক ক্যাম্পাসে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। পদক্ষেপ না করায় ইস্তফার হুঁশিয়ারি দিয়েছিলেন অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান। উপাচার্যকে চিঠি দিয়েছিলেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, 'র‍্যাগিং নিয়ে কেন বৈঠক ডাকা হচ্ছে না? তাহলে আমার থাকার দরকার কী?' যদিও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।         


আরও পড়ুন: Commercial Gas Price: উৎসবের মরশুমে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম