পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : এন্টালিতে প্রকাশ্যে ট্যাক্সি থেকে ২ কোটি 'লুঠ' করা হয়েছে। বৈদেশিক মুদ্রা বিনিময়কারী সংস্থার ২ কোটি 'লুঠ' করা হয়েছে বলে খবর। ট্যাক্সিতে উঠে ২ সশস্ত্র দুষ্কৃতীর হামলা, তারপর টাকা নিয়ে উধাও। অস্ত্র দেখিয়ে অজ্ঞাতপরিচয় জায়গায় নিয়ে গিয়ে লুঠের অভিযোগ। এন্টালি থানায় দায়ের হয়েছে অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ।
এস এন ব্যানার্জি রোড থেকে বৈদেশিক মুদ্রা বিনিময়কারী সংস্থার দু'জন কর্মী কয়েকটা ব্যাগে ২ কোটি টাকা নিয়ে যাচ্ছিলেন পার্কসার্কাসে ব্যাঙ্কের উদ্দেশে। ট্যাক্সি ভাড়া করে যাচ্ছিলেন তাঁরা। ফিলিপস মোড়ের কাছে তাঁদের ট্যাক্সি থামায় ২ অজ্ঞাতপরিচয় ব্যক্তি। কথা বলার অছিলাই ট্যাক্সিতে উঠে পড়ে তারা। এরপর ওই দুই কর্মীকে বন্দুক ঠেকিয়ে নিয়ে যাওয়া হয় একটি অপরিচিত জায়গায়। সেখানে নিয়ে যাওয়ার আগে জোর করা হয় তাঁদের। এরপর ওই অপরিচিত জায়গা থেকেই ব্যাগে রাখা ২ কোটি টাকা লুঠ করে চম্পট দেয় দুই দুষ্কৃতী।
প্রাথমিক পরিস্থিতি সামাল দিয়ে ওই দুই কর্মী তাঁদের সংস্থায় জানান গোটা ঘটনা। সংস্থার তরফে এন্টালি থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ। একই সঙ্গে তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা শাখা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ। যে দুই কর্মচারী টাকা নিয়ে ব্যাঙ্কে যাচ্ছিলেন, তাঁদের বয়ানও খতিয়ে দেখা হচ্ছে। যে ট্যাক্সিতে এই ঘটনা ঘটেছে তার চালকের এখনও হদিশ মেলেনি। তাঁর খোঁজ চলছে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি অভিযোগকারী সংস্থার আধিকারিকদের বক্তব্যও খতিয়ে দেখছেন তাঁরা।
প্রকাশ্য দিবালোকে শহরের রাস্তায় এভাবে ট্যাক্সিতে আগ্নেয়াস্ত্র নিয়ে উঠে ২ কোটি টাকা লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। আপাতত ওই দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি অভিযোগকারী সকলের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। ওই ট্যাক্সিচালককেও খুঁজে জিজ্ঞাসাবাদের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। যে স্থানে এই কাণ্ড ঘটেছে, সেখানে আশপাশে কেউ কিছু দেখেছেন কিনা, তাও জানার চেষ্টা চালানো হচ্ছে।
কলকাতা শহরে অস্ত্র সমেত অনেকদিন ধরেই ধরা পড়ছে পাচারকারীরা। কখনও শিয়ালদা স্টেশন, কখনও বা শহরের একদম প্রাণকেন্দ্র। বিপুল পরিমাণ অস্ত্র সমেত গত কয়েকমাসে ধরা পড়েছে অনেকেই। তার মধ্যেই এভাবে রাস্তার মাঝখানে ট্যাক্সি থামিয়ে পিস্তল ঠেকিয়ে ২ কোটি টাকা লুঠের ঘটনা, চিন্তায় ফেলেছে সকলকে।