কলকাতা: 'সাক্ষী' হতে চান নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) গ্রেফতার এজেন্ট শাহিদ ইমাম। 'কোর্টকে সব বলব, যা সত্যি তাই বলব, সাক্ষ্য দেব', আলিপুর আদালতে পেশের সময় দাবি শাহিদ ইমামের। যদিও শান্তিপ্রসাদ সিন্হা, চন্দন ওরফে রঞ্জনকে না চেনার দাবি । আর এদিকে ৩দিনের জন্য হেফাজতে নিয়েও একদিনেই 'সব জানার' দাবি সিবিআইয়ের (CBI)।
একদিনে সব জানা হয়ে গেল? কোর্টের প্রশ্নের মুখে 'সব জানার' দাবি সিবিআইয়ের। সোমবার পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার শাহিদ ইমামের জেল হেফাজত। সূত্র মারফত খবর, 'কারা এজেন্ট নিয়োগ করেছিল, কীভাবে টাকার লেনদেন? কাদের সঙ্গে যোগাযোগ, কীভাবে চাকরি? সব জানিয়েছেন শাহিদ', নিয়োগ দুর্নীতিতে ধৃত 'এজেন্ট' শাহিদ ইমামকে জেরা করে দাবি সিবিআইয়ের।
অপরদিকে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) গ্রেফতারির পর থেকেই তোলপাড় রাজ্য-রাজনীতি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তদন্তে নেমে কোটি কোটি টাকার হিসেব পাওয়া গেছে। টাকা নিয়েছেন বলে স্বীকারও করেছেন কুন্তল। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা কি কুন্তল একাই তুলেছেন ? টাকা তোলার জন্য কি এজেন্ট রেখেছিলেন কুন্তল? যদি তাই হয়, তবে নিয়োগ দুর্নীতির নেটওয়ার্কে কারা কারা যুক্ত? এই প্রসঙ্গেই সামনে এসেছে বেশ কিছু নাম। তাঁদের মধ্যে গোপাল দলপতির নাম শোনা গিয়েছিল কুন্তলের মুখেই।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ বলেছেন, গোপাল দলপতি আনত, গোপাল দলপতি। গোপাল দলপতি কে? সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, 'খোঁজ করে দেখুন।' তারই খোঁজে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার কসবা গ্রামে গোপালের বাড়িতে গেলে, পরিবারের সদস্যদের দাবি, গোপালের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগই নেই। গোপাল দলপতির বাবা কালীপদ দলপতি জানিয়েছেন, আমাদের সঙ্গে কোনও যোগাযোগ রাখত না। জানা গিয়েছে, চিটফান্ড মামলায় গ্রেফতার হয়ে গোপাল দলপতি এখন তিহাড় জেলে বন্দি।
আরও পড়ুন, শুভেন্দুর ভাইকে 'প্রাণনাশের' হুমকি , প্রশ্ন তুললেন কুণাল ঘোষ
মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দাবি, গোপাল দলপতি নিয়ে অংশ। গোপাল-তাপস দুজনকেই এজেন্ট করেছিল কুন্তল। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোপাল দলপতির সঙ্গেই সামনে এসেছে তাপস মিশ্রের নাম। পূর্ব মেদিনীপুরের কাঁথি এক নম্বর ব্লকের ভন্ডুবসান গ্রামের বাসিন্দা তাপস। গত বছর ডিসেম্বরে তাঁর বাড়িতে গিয়ে হাজিরার নোটিস সেঁটে দিয়ে এসেছিল ইডি। তাপস মিশ্র আমার কাছে এসেছিল কয়েকজন ক্যান্ডিডেটের বিষয়ে কথা বলতে। পরে কুন্তল ওকে এজেন্ট করে নিল।