প্রকাশ সিনহা এবং করুণাময় সিংহ, কলকাতা: বীরভূমের (Birbhum) দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) তাঁকে গলা টিপে মেরে দেওয়ার চেষ্টা করেছিলেন। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ দায়ের করেছেন দুবরাজপুরের তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত প্রধান। কিন্তু তার বক্তব্যে ইতিমধ্যেই ধরা পড়েছে একাধিক অসঙ্গতি। 


অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া রুখতেই কি শিবঠাকুরকে দিয়ে অভিযোগ দায়ের করানো হয়েছে ?


দিল্লি হাইকোর্টে (Delhi High Court) স্বস্তি পেলেও, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকে যাওয়ার সৌজন্যে রয়েছেন এই ব্যক্তি...শিবঠাকুর মণ্ডল! এক বছর আগে না কি তাঁকে গলা টিপে মারার চেষ্টা করেছিলেন অনুব্রত মণ্ডল! যেদিন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র পায় ইডি, সেদিনই শিবঠাকুরের মনে হয়েছে, অনুব্রতর বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের করতে হবে! তার ভিত্তিতেই এখন অনুব্রত দিল্লির পরিবর্তি নিজের জেলা বীরভূমে! জেলের পরিবর্তে পুলিশি হেফাজতে! জোরালভাবে প্রশ্ন উঠছে। অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া রুখতেই কি শিবঠাকুরকে দিয়ে অভিযোগ দায়ের করানো হয়েছে ? পুরোটাই কি পরিকল্পিত চিত্রনাট্য় ? খোদ অভিযোগকারী শিবঠাকুর মণ্ডলের কথাও উঠে এসেছে একাধিক অসঙ্গতি ! 


 শিবঠাকুরের বয়ানে একাধিক অসঙ্গতি


এবিপি আনন্দের তরফে প্রশ্ন করা হয়, 'আপনার সঙ্গে এই যে ঘটনা ঘটেছিল, আপনি যে অভিযোগ করেছেন, সেটা কবে ঘটেছিল এবং আপনি অভিযোগ কবে করেন ? ' প্রশ্নের উত্তরে শিবঠাকুর মণ্ডল বলেন, 'বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ঘটনাটা ঘটেছিল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে।' যদিও এই বয়ান ঘিরে ধরা পড়েছে একাধিক অসঙ্গতি। অভিযোগকারী বলছেন, গত বিধানসভা ভোটের প্রাক্কালে ঘটনাটি ঘটেছিল। কিন্তু তাঁরই দায়ের করা অভিযোগপত্রে লেখা রয়েছে, 'এই বছরের মে মাসের প্রথম দিকে উনি (অনুব্রত মণ্ডল) আমাকে দুবরাজপুর পার্টি অফিসে ডেকে পাঠান।'


আরও পড়ুন, আজও কোন শহরে সস্তা পেট্রোল-ডিজেল ? জ্বালানির কী দাম কলকাতায় ?


গেটটা কে বন্ধ করেছিল?


 ভিতর থেকে গেট বন্ধ করে অনুব্রত মণ্ডল প্রাণে মারার চেষ্টা করেছিল? গেটটা কে বন্ধ করেছিল? অভিযোগকারীর বয়ান থেকেই স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠে আসে। আর এখানেও মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তৃণমূলের দুবরাজপুর পার্টি অফিসের কেয়ারটেকার বলেছেন, 'আমি কোনওদিন অনুব্রত মণ্ডলকে দেখিনি কাউকে মারধর করছে। শিবঠাকুর মাঝেমধ্যেই আসতেন। অনুব্রতকে ২-৩ বার আসতে দেখেছি। উনি যখন আসেন প্রচুর লোকজন তাকে তাঁর সঙ্গে। কোনওদিন গেট বন্ধ হয় না।'