কলকাতা: গতবারের মতো এবারও ভাইফোঁটা (Bhaiphota) কাটল পথে বসেই। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে ৫৯২ দিনে পড়ল এসএলএসটি চাকরিপ্রার্থীদের (Job Seekers Agitation) ধর্না-অবস্থান। উৎসবের দিনগুলো পরিবার-পরিজনেদের থেকে দূরে কাটলেও, এখনও হকের চাকরির দাবিতে আন্দোলনে অনড় চাকরিপ্রার্থীরা। এদিন ভাইফোঁটা নিতে গিয়ে কান্না ভেঙে পড়লেন এক চাকরিপ্রার্থী। 


প্রসঙ্গত,  দুর্গাপুজোর পর কালীপুজোও কেটেছে SSC চাকরিপ্রার্থীদের রাস্তায় বসে। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে ধর্নায় রয়েছেন SSC চাকরিপ্রার্থীরা । উৎসবের মরশুমেও ওঁদের জীবনে শুধুই অন্ধকার। পরিবার-পরিজন ছেড়ে পথের ধারেই কাটছে দিন। তবুও হকের চাকরির দাবিতে আন্দোলনে অনড় SSC চাকরিপ্রার্থীরা। এবার পুজোয় রাজ্যবাসীর মনে কাঁটার মতো বিঁধেছে চাকরিপ্রার্থীদের রাস্তায় বসে আন্দোলন। এই সমস্যার সমাধান না হলে মানুষের মনে শান্তি আসবে না। সম্প্রতি এই মন্তব্য করেন দিলীপ ঘোষ


ভরা পুজোর মাঝে যখন প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়, রাস্তাঘাটে আলোর রোশনাই, তখন ভিন্ন দৃশ্য শহরের একপ্রান্তে। উৎসবের চিহ্নটুকুও নেই, আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মনে। কারোর চোখে জল, কারোর আবার কথা বলতে গিয়ে গলা বুজে আসছে। ঝাপসা হচ্ছে চোখ, পরিবারের কথা বলতে গিয়ে ধরে রাখতে পারছেন না চোখের জল। বঞ্চনার অভিযোগে উৎসবের দিনেও রাস্তায় অবস্থান করছেন তাঁরা। ঘর-বাড়ি ভুলে নিয়োগের দাবিতে সরব তাঁরা।দুর্গাপুজো কেটেছে রাস্তায় বসে। কালীপুজোয় গোটা শহর আলোর উত্‍সবে মাতলেও, অন্ধকারেই রইলেন চাকরিপ্রার্থীরা। ভাইফোঁটা নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এদিন  SLST-র একজন চাকরিপ্রার্থী।   মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে  চাকরিপ্রার্থীদের অবস্থান ৫৯২ দিনে পড়ল। ভাইফোঁটার দিনেও সেই অন্ধকারেই চাকরিপ্রার্থীরা। 


আরও পড়ুন, ভাইফোঁটায় মমতার বাড়িতে শোভন, 'ভুল বোঝাবুঝির মেঘ কেটেছে', বললেন বৈশাখী


নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের এই অবস্থান আন্দোলনের জল গড়িয়েছে রাজনীতির আঙিনাতেও।  SSC-কর্তৃপক্ষ থেকে শুরু করে শিক্ষামন্ত্রী। চাকরিপ্রার্থীরা একের পর এক বৈঠক করেছেন। কিন্তু তা সত্ত্বেও তাঁদের নিয়োগের দাবির সুরাহা হয়নি।  আলোর উত্‍সবের শহরে পরিবার ছেড়ে ম্লান মুখে রাজপথের এককোণে বসে রয়েছেন তাঁরা।   ভাইফোঁটা উপলক্ষ্যে এদিন ধর্নামঞ্চে এসে আন্দোলকারীদের মিষ্টি খাওয়ালেন  বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্য সরকারকে নিশানা বিজেপির (BJP)। শাসকদলের (TMC) প্রতিক্রিয়া এখনও মেলেনি। উল্লেখ্য, একদিকে যখন অবস্থান বিক্ষোভ চলছে। অন্যদিকে হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে প্রিয়ঙ্কা সাউকে (Priyanka Sau) চাকরির সুপারিশ পত্র দিল স্কুল সার্ভিস কমিশন। ১ মাসের মধ্যে প্রিয়ঙ্কাকে নিয়োগ করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।