কলকাতা: SSC নিয়োগ দুর্নীতি মামলায় নিউটাউন ও পার্ক স্ট্রিটে হানা দিলেন ইডি আধিকারিকরা। নিউটাউনে আইডিয়াল ভিলা আবাসনে ১৬টি ভিলা কেনা হয়। ইডি সূত্রে দাবি করা হয়েছে, SSC নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে ওই ভিলাগুলি কেনা হয়েছে।এর সঙ্গে প্রসন্ন রায়ের যোগ থাকতে পারে বলে অনুমান ইডির। আইডিয়াল ভিলার প্রোমোটিং সংস্থা আইডিয়াল রিয়েল এস্টেটের পার্ক স্ট্রিটের অফিসেও তল্লাশি চালিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন, নামী সংস্থার লোগো নকল করে কলকাতায় জুতো, ব্যাগ বিক্রির অভিযোগ ! বউবাজারে হানা কলকাতা পুলিশের

SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের ম্যারাথন তল্লাশি অভিযান চালাল ED। সাতসকালেই নিউটাউনের আইডিয়াল ভিলা আবাসনে হানা দিলেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। তল্লাশি চলল রিয়েল এস্টেট সংস্থার পার্ক স্ট্রিটের অফিসেও । ED সূত্রে দাবি, নিউটাউনে আইডিয়াল আবাসনে ১৬টি ভিলা কেনা হয়েছে। যা SSC নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে কেনা হয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা। চাকরি বিক্রির টাকা দিয়ে কি কেনা হয়েছিল বিপুল সম্পত্তি? SSC নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে কি যোগ রয়েছে রিয়েল এস্টেটের? এবার সন্দেহজনক সম্পত্তির খোঁজে নিউটাউন ও পার্ক স্ট্রিটে অভিযান চালাল ED। 

বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত নিউটাউনে আইডিয়াল ভিলা আবাসন এবং সংস্থার পার্ক স্ট্রিটের অফিসে ম্যারাথন তল্লাশি চালালেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। নিউটাউন এবং কলকাতায় জওহরলাল নেহরু রোডে তল্লাশি চালানো হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কারণে ২০১৬ সালের SSC-র গোটা প্য়ানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট।দুর্নীতিগ্রস্তদের জন্য় এভাবেই চাকরি পেয়েও রাস্তায় বসতে হয়েছে বহু শিক্ষক-শিক্ষিকাকে।চাকরি বিক্রির টাকাতেই দুর্নীতিগ্রস্তরা বিপুল সম্পত্তি কিনেছে বলে অনুমান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।সেই সূত্রেই বৃহস্পতিবার সাতসকালে নিউটাউনের অভিজাত আবাসন আইডিয়াল ভিলায় অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। ED সূত্রে দাবি, SSC নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকাতেই নিউটাউনের ওই আবাসনে ১৬টি ভিলা কেনা হয়েছে। এই বিপুল সম্পত্তির সঙ্গে যোগ থাকতে পারে দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক  অগ্নিমিত্রা পাল বলেন, যাদের চাকরি চুরি তারা রাস্তায় বসে,  আর যাঁরা চুরি করল তাঁরা ১৬টা ভিলা কিনে ফেলল। সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম বলেন, আগে ক্যামাক স্ট্রিটে রেড করছে না কেন? ঠিক কাদের নামে, কত টাকার বিনিময়ে কেনা হয়েছিল বিপুল সম্পত্তি?গোয়েন্দারা তা খতিয়ে দেখছেন বলে ইডি সূত্রে দাবি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি  জয়প্রকাশ মজুমদার বলেন,  রেড করে কাজের কাজ হচ্ছে কি? ED সূত্রে খবর, বৃহস্পতিবারের তল্লাশি অভিযানে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।