কলকাতাঃ গরুপাচার মামলায় (Cattle Scam) অনুব্রত মন্ডলের (Anubrata Mandal) বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমন দাবি এই কয়েকদিন ধরেই প্রায় সব বিরোধী নেতারাই তুলেছেন। তবে এবার আরও একধাপ এগিয়ে গেলেন বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তিনিও এদিন স্ট্যান্ডআপের সুরেই একটু ঘুরিয়ে অনুব্রত ইস্যুতে বললেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের বন্ধু চাই'।


 'পার্থ চট্টোপাধ্যায়ের বন্ধু চাই', অনুব্রত ইস্যুতে বিস্ফোরক সুজন চক্রবর্তী 


মূলত এই মুহূর্তে এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam) গ্রেফতারের পর জেলে দিন কাটাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এদিকে বিপুল টাকা উদ্ধারের পর পার্থ -ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও চোখের জল ফেলছেন এবং জেলের আলাদা কুঠুরিতে দিন কাটাচ্ছেন। এহেন মুহূর্তেই আজ অনুব্রত-র গরুপাচার মামলার ইস্যুতে বিস্ফোরক সুজন চক্রবর্তী। এদিন তিনি বলেছেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের বন্ধু চাই। অনুব্রত মন্ডল তো পুরনো বন্ধু। যান ওখানে থাকুন।' গতকালও সুজন চক্রবর্তী কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। তিনি বলেন, 'কোমরে দড়ি বেঁধে টেনে সিবিআই দফতরে নিয়ে আসা উচিত। কী করছে সিবিআই আধিকারিকরা ? আমরা দেখেছি তো দিল্লিতে চিদাম্বরমের বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন।এখানে কী হচ্ছে ?' প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী। 


নাম জড়ানোর পর এখন অবধি অসংখ্য বার তিনি সিবিআই-র হাজিরা এড়িয়েছেন অনুব্রত মন্ডল


মূলত রাজ্যের শাসকদলের এই হেভিওয়েট নেতা অনুব্রত মন্ডলের উপরে ঝুলছে গরুপাচার মামলার তদন্ত। নাম জড়ানোর পর এখন অবধি অসংখ্য বার তিনি ইডি-সিবিআই-র হাজিরা এড়িয়েছেন। কখনও বীরভূমের বাড়ি থেকে বেরিয়ে আসানসোল হয়ে কলকাতা আসার পথে নিজাম প্যালেসের গা ঘেষে বেরিয়ে যান তিনি। এর আগে সিবিআই তলবের পর বুকে হাত দিয়ে তাঁকে বেরোতে দেখা গিয়েছে। তারপর সোজা গিয়ে ভর্তি হয়েছেন  এসএসকেএম-এ। তবে এসএসসি দুর্নীতি মামলায় তলব এড়িয়ে কিছুতেই যাতে এসএসকেম-এ না যেতে পারেন, তার জন্য পার্থ ইস্যুতে আগেই ঝাঁপিয়ে পড়েছিল সিবিআই। তারপরেই এসএসকেএম-র উডবার্ণ-এ এখন আর চাইলেই ভর্তি হওয়া যাবে না, স্পষ্ট বলে জানায় হাইকোর্ট। আর এবার তাই চেয়েও আর এসএসকেএম-এ ভর্তি পারলেন না অনুব্রত-র। শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল। তলব তো আবার ফিরে এসেছে। সামনে অপেক্ষা করছে কী ? তা সময়ই বলবে।