কলকাতা: অনুব্রত ইস্যুতে তীব্র আক্রমণ সুকান্তর। মূলত এই মুহূর্তে একাধিক মামলায় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ।  ২০১৪-র পুরনো মামলায় আজ দুবরাজপুর আদালতে পেশ করার কথা তাঁকে। তার উপর ঝুলছে আরও দুই মামলা। একদিকে গরুপাচার মামলা অপরদিকে ভোট পরবর্তী মামলা। সবমিলিয়ে জেরবার অবস্থা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ( CM Mamata Banerjee) তার পাশে আছেন। দল তার পাশে আছে। ফিরহাদ হাকিম (Firhad Hakim) মাঝে মাঝেই বলে উঠছেন 'বীরভূমের বাঘ।' যদিও এতকিছুর মাঝেই  গরুপাচার মামলায় দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে অনুব্রত মণ্ডলের বড় ধাক্কা। অনুব্রত মণ্ডলকে দিল্লি আনতে প্রোডাকশন ওয়ারেন্ট পেয়ে গিয়েছে ইডি। আর এর পরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দিয়েছেন মোক্ষম খোঁচা 'বীরভূমের বাঘ'-কে।


সুকান্ত মজুমদার বলেছেন, 'অনুব্রত মণ্ডল যে কাজ করেছেন, তাতে তো তার তিহারেই যাওয়ার কথা। কতদিন আর পয়সা খরচ করে আদালতের মাধ্যমে আটকে রাখবে ? তিহারে একটু বিহার করে আসুন কিছুদিন। এতদিন তো লোককে চড়াম চড়াম, গুড়-বাতাসা অনেক কিছু খাইয়েছেন। এবার একটু তিহারেরও হাওয়া জল খেয়ে আসবেন।' মূলত, দিল্লি যাওয়া আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। যার দরুন গত কয়েকদিন ধরে দোটানা চলছিল যে, আদৌ গরুপাচার মামলার (Cattle Scam) তদন্তে অনুব্রত মণ্ডলকে দিল্লি (Delhi) নিয়ে যেতে পারবে কি ইডি ? যদিও দোটানায় জল ঢেলে অনুব্রত মণ্ডলকে দিল্লি আনতে প্রোডাকশন ওয়ারেন্ট পেয়ে গিয়েছে ইডি।গরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লি এনে জেরা করতে পারবে ইডি। দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের আর্জি। দিল্লি নিয়ে গিয়ে রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতকে পেশ করার নির্দেশ।


 আরও পড়ুন, আজ ১০০-র কমে কোথায় মিলছে পেট্রোল ? জ্বালানির কী দাম কলকাতায় ?


অপরদিকে,  ২০১৪ সালের ৩ জুন দুবরাজপুরের ৩ জুন দুবরাজপুরের আউলিয়া গ্রামে সিপিএম ও তৃণমূলের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় বোমাবাজিতে অমিত চক্রবর্তী নামে এক এসআই জখম হন। প্রায় ৫০ দিন পরে মৃত্যু হয় তাঁর। প্রথমে খুনের অভিযোগ দায়ের হয়েছিল। ২১ জনকে গ্রেফতার করা হলেও পরে সকলেই বেকসুর খালাস পেয়েছিলেন। শোনা যাচ্ছে পুরনো সেই মামলাতেই নতুন করে অভিযোগ জমা পড়ে যাতে বীরভূম জেলা তৃণমূল সভাপতির নাম রয়েছে। সূত্রের আরও খবর, ওই ঘটনায় অনুব্রতর প্রত্যক্ষ যোগের অভিযোগ থাকলেও পুলিশ তদন্ত করেনি বলে শোনা যাচ্ছে। তবে আপাতত ৪৬ জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর হয়েছে। সেই নতুন মামলাতেই দুবরাজপুর আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে। আজ শুনানি রয়েছে।