কলকাতাঃ 'ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি করে', এটাই কি বলতে চাইলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ? কারণ ইতিমধ্যেই পার্থ-কুণালের দোসর  আপলোড করে বড়সড় খোঁচা দিয়েছেন তিনি (BJP Leader Sukanta Majumdar)। সোশ্যাল মিডিয়ায় দুই জনের ভিডিও আপলোড করে বললেন, 'নিয়তির নির্মম পরিহাস।'


উল্লেখ্য, ভিডিওটির প্রথমাংশে স্মৃতির শহর। যেখানে সুস্থ শরীরে বসে  পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ, তাঁকে চিঠি দিয়েছিলাম, দলের নীতির বিরুদ্ধাচারণ করেছেন।সাধারণের চোখে দলকে হেয় করবার চেষ্টা করেছেন। তাই সর্ব সম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, কুণাল ঘোষকে সাসপেন্ড করা হল। ব্যাস এই অবধি দেখিয়ে এবার রিয়েল টাইমে ফিরল বিজেপি। বাকি অর্ধাংশে সেখানে আবার কুণাল বলছেন, 'গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হচ্ছে, সেগুলি যদি বিচারে সত্য বলে প্রমাণিত হয়, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাঁর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার, নিশ্চিতভাবেই তা নেবে।' আর এই রাজনৈতিক রঙ্গমঞ্চেই তিন লাইন টুইস্ট করেছেন সুকান্ত মজুমদার।  


আরও পড়ুন,  পার্থকে অন্য কোথাও রাখা হোক, SSKM-এ প্রভাবিত করার চেষ্টা চলছে: বিকাশরঞ্জন



সুকান্ত ওই ভিডিও আপলোড করে বলেছেন, 'নিয়তির নির্মম পরিহাস। সেকাল এবং একাল। তফাৎটা শুধু সময়ের।' ফেসবুকে এই ভিডিও শেয়ার করতেই হাসির বন্যা বয়ে গিয়েছে। প্রায় হাজার খানেক মানুষ এটি শেয়ারও করেছেন। হিস্টি রিপিট ইটসেলফ ই হোক, কিংবা আয়নায় ফিরে তাঁকানো, রাজ্যের শাসকদলের এহেন পরিস্থিতিতে সুকান্ত-র এই পোস্ট ফের পুরোনো কথা মনে করিয়ে দিয়েছে।তবে শুধু এই পোস্ট করেই তিনি থেমে থাকেননি। পার্থ অসুস্থ হওয়ার পর তিনি বলেছেন, 'হিন্দি সিনেমায় দেখতাম, ইডি-সিবিআই ভিলেনের বাড়ি গেলে তাঁরা অসুস্থ হয়ে যায়।' আর ৪৮ ঘন্টা পার হতে না হতেই আরও একবার স্ট্যান্ডআপ কমেডি-র পথে হাঁটলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।