দক্ষিণ ২৪ পরগনা: নোদাখালিতে অভিষেকের প্রশাসনিক বৈঠক নিয়ে প্রশ্ন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মুখ্যসচিবকে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা ট্যুইট করে জানিয়েছেন, 'রাজ্য গণতন্ত্র আছে নাকি স্বৈরাচারী রাজতন্ত্র, বুঝতে পারছি না। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ডায়মন্ড হারবার সংসদীয় এলাকা নিয়ে বৈঠকের আয়োজন করেন। রাজ্যে ৪২টি সংসদীয় এলাকা, বাকি সংসদীয় এলাকার কী হবে?'
তিনি আরও বলেন, 'গত ৪ বছরে রাজ্যে সাংসদদের সভাপতিত্বে একটিও এই ধরনের বৈঠক হয়নি। ডায়মন্ড হারবারের পাশের ৩ কেন্দ্র জয়নগর, মথুরাপুর, যাদবপুরে কেন বৈঠক হল না? আশা করব বাকি ৪১টি সংসদীয় এলাকাতেও এই ধরনের বৈঠক আয়োজনের জন্য ডিএম-দের নির্দেশ দেওয়া হবে। ২ সপ্তাহ সময় দিলাম, বৈঠক না হলে জনস্বার্থ মামলা করা হবে। আদালতে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন', মুখ্যসচিবকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, গরু পাচার, কয়লা পাচার সংক্রান্ত অভিযোগ নিয়ে বারবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নিয়োগ-দুর্নীতি নিয়েও সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পরে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু। এবার তারই জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা তোপ দেগেছেন শুভেন্দুও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'স্ক্যামে ৩ হাজার কোটি টাকা উঠেছে। ২ হাজার কোটি টাকা ভাইপো নিয়েছে।' শুভেন্দুর বিস্ফোরক অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, 'ওনাকে ধরা উচিত। উনি সব জানেন। ওনার কাছে যদি কোনওরকম কোনও তথ্য় থাকে, অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে গিয়ে জমা দাও। কে বারণ করছে।'
আরও পড়ুন, 'বিজেপির সঙ্গে সম্পর্ক নেই', হাওড়াকাণ্ডে গুড্ডু আটক হতেই দাবি শমীকের
শুভেন্দু অধিকারীকে ফের সরাসরি চ্য়ালেঞ্জ ছোড়েন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তারপরই আবার পাল্টা মুখ খোলেন শুভেন্দু অধিকারীও। অভিষেক বলেন, 'আমি বলছি, এই এসএসসি সম্পর্কে যা ওনার বক্তব্য় বা তদন্তে যদি এতটুকু প্রমাণ থাকে, এতটুকু, দশ পয়সার লেনদেন। গরু-কয়লা-এসএসসি, আমার পিছনে ইডি-সিবিআই (CBI) লাগাতে হবে না। আমি ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্য়ুবরণ করব। একই কথা বলে গেলাম।' পাল্টা শুভেন্দু বলেন, 'আমি ভাইপোকে তিনটে প্রশ্ন করতে চাই। রুজিরা নারুলার অ্য়াকাউন্ট ব্য়াঙ্ককে আছে, সেখানে কয়লার টাকা ভাটের মাধ্য়মে গিয়েছে, রুজিরা কে হয়? দ্বিতীয় প্রশ্ন, মেনকা গম্ভীর, যাকে ইডি একাধিকবার ডেকেছে, তিনি প্রাথমিকভাবে অভিযুক্ত, তার সঙ্গে কী সম্পর্ক? লিপস অ্য়ান্ড বাউন্সের ২০১৪ অবধি ডিরেক্টর কে ছিল?' গরু পাচার-কয়লা পাচার (Coal Smuggling) নিয়ে তরজা চলেছে বহুদিন। এবার এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়েও শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুমুল তরজা দেখা গেল। নাম না করেই আক্রমণের যে ঘটনা চলে আসছে, সেটাই ফের দেখা গেল।