ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: আত্মহত্যা না খুন? ট্যাংরার বাড়ি থেকে, তিন মহিলার মৃতদেহ উদ্ধারের পর, সবথেকে বড় হয়ে উঠেছে এই প্রশ্নটাই। তবে এরই মধ্যে ট্যাংরায় এক পরিবারের তিনজনের রহস্যমৃত্যুর ঘটনায় এবার খুনের মামলা রুজু করল পুলিশ। মৃত গৃহবধূ সুদেষ্ণা দে-র বাবার দাবি, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তার ভিত্তিতেই অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
মৃতদেহগুলি দোতলায় থাকলে, ম্যাজেনাইন ফ্লোরে রক্তের দাগ কেন? বাড়ির সবার আত্মহত্যার পরিকল্পনা থাকলে আলাদা আলাদাভাবে কেন? মঙ্গলবার দিনভর পাওনাদাররা ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি কেন? মহিলাদের মৃত্যু কি আরও আগেই? একের পর এক প্রশ্নে রহস্য ক্রমশ বাড়ছে।
তবে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, 'সুইসাইড নোট কিছু আমরা পাইনি। আসলে কারণ কী, কেন মারা গেছে, সেটা পোস্টমর্টেম থেকে বোঝা যাবে। ভিসেরার কেমিক্যাল পরীক্ষাও গুরুত্বপূর্ণ'। এদের পাশের বাড়ির কেয়ারটেকারের দাবি, মঙ্গলবার দিনভর পাওনাদাররা এলেও, কেউ দরজা খোলেননি। তাহলে কি ততক্ষণে বাড়ির মহিলাদের মৃত্যু হয়েছিল? তা লুকোতেই কি বাড়ির পুরুষরা দরজা খোলেননি?
আরও পড়ুন, আর্থিক টানাপোড়েনের জের, সপরিবারে চরম সিদ্ধান্ত! ট্যাংরার ঘটনায় ফিরল একাধিক দুর্বিসহ স্মৃতি
৩জন মহিলা মারা গেলেন! তিনজন পুরুষ এখনও বেঁচে! আত্মহত্যা না কি খুন? কী কারণে এই মর্মান্তিক পরিণতি? এই প্রশ্নের আবহেই তাই ট্যাংরায় এক পরিবারের তিনজনের রহস্যমৃত্যুর ঘটনায় এবার খুনের মামলা রুজু করল পুলিশ। মৃত গৃহবধূ সুদেষ্ণা দে-র বাবার দাবি, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তার ভিত্তিতেই অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
উল্লেখ্য, ট্যাংরায় ৩ টি আলাদা আলাদা ঘরে বাড়ির ২ বউ ও তাঁদেরই এক মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। ২ মহিলার গলা ও হাতের শিরা কাটা, কিশোরীর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছিল। আহতদের দাবি মতো, সত্যিই কি এটা আত্মহত্যার ঘটনা? নাকি খুন? নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে