শিবাশিস মৌলিক, কলকাতা : ট্যাংরার ক্রিস্টোফার রোডে আবাসনে বহিরাগতদের তাণ্ডব! অভিযোগ, বুধবার ভোররাতে আবাসনের গেট আটকে রাতভর ফুটবল খেলা চলে। নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে ভিতরে ঢুকে শ’তিনেক লোক তাণ্ডব চালায়। লিফটে চড়ে দশতলা থেকে দোতলা পর্যন্ত বিভিন্ন ফ্ল্যাটে ডোর বেল বাজিয়ে দরজায় লাথি মারা হয় বলে অভিযোগ। CC ক্যামেরায় বহিরাগতদের লিফটে ওঠার ছবি ধরা পড়েছে। নিরাপত্তা রক্ষীরা ট্যাংরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনার গতকাল সন্ধেয় ক্রিস্টোফার রোড অবরোধ করেন আবাসিকরা। ট্যাংরা থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আবাসনের গেট আটকে রেখে মধ্যরাতে ফুটবল খেলা হচ্ছিল এবং সেখানে বাধা দেওয়ার ফলেই মূলত এই তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাতে ট্যাংরার ওই অভিজাত আবাসনের গেট টপকে নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে প্রায় ৩০০ লোক ভিতরে ঢুকে পড়ে বলে অভিযোগ আবাসিকদের। সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে লিফটে করে আবাসনের উপরের তলাগুলিতে যাচ্ছেন বহিরাগতরা। ব্লক ৫- এ মূলত তাণ্ডব চালানো হয়। এক থেকে দশতলা পর্যন্ত একাধিক ফ্ল্যাটে বেল বাজানো হয়। দরজায় ধাক্কা মারা হয়। লাথি মারা হয়, এমনটাও অভিযোগ আবাসিকদের। স্থানীয় সূত্রে খবর, আবাসনের দরজা বন্ধ ছিল। তার সামনে গেট আটকে ফুটবল খেলা চলতে থাকে মাঝরাতে। স্থানীয়দের অনেকেই এখানে ফুটবল খেলতে এসেছিল বলে খবর। আবাসনের আলোও জ্বালিয়ে রাখতে হয় খেলার জন্য। এরপর গেট আটকে মাঝরাতে এভাবে ফুটবল খেলতে বাধা দেওয়া হয়। আর তার জেরেই ভোররাতে চলে তাণ্ডব। আবাসিকদের অভিযোগ এই প্রথম নয়, অনেকদিন ধরেই তাঁদের উত্যক্ত করা হচ্ছে।
সিসিটিভি ফুটেজে স্পষ্ট ভাবে বহিরাগতদের চেহারা দেখা যাচ্ছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। অথচ ঘণ্টার পর ঘণ্টা কেটে হেলেও কাউকে গ্রেফতার করা হয়নি। স্বভাবতই এ হেন ঘটনায় ট্যাংরার ওই আবাসনের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আতঙ্কে ভুগছেন আবাসিকরা। ভোররাতে এভাবে এত লোক আবাসনে ঢুকে, নিরাপত্তারক্ষীদের কার্যত পাত্তা না দিয়ে, লিফটে চড়ে একটি ব্লকে ঢুকে যেভাবে একের পর এক ফ্ল্যাটের সামনে তাণ্ডব দেখিয়েছে বহিরাগতরা, তার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার না করায় ট্যাংরার ক্রিস্টোফার রোডের ওই অভিজাত আবাসনের আবাসিকরা ক্ষোভে ফুঁসছেন।