কলকাতা: টালিগঞ্জে মহিলা খুনে চাঞ্চল্যকর তথ্য ( Tollygunge Woman Murder Case)। প্রেম-প্রস্তাবে সাড়া না দেওয়ায় ভগ্নিপতির হাতে খুন! 'মোবাইল নম্বর ব্লক করে দেওয়ায় প্রতিহিংসার বশে খুন', জেরায় জানিয়েছে অভিযুক্ত, দাবি পুলিশের। গ্রাহামস রোডে কাটা মাথা, রিজেন্ট কলোনিতে পা, শরীরের বাকি অংশ! শ্যালিকার দেহ ৩ টুকরো করে লোপাটের চেষ্টা, গ্রেফতার ভগ্নিপতি! এক জায়গায় মাথা, আরও ২ জায়গায় পা, শরীরের বাকি অংশের হদিশ! ডায়মন্ড হারবারের বাসুলডাঙা থেকেই আতিবুর রহমান লস্কর গ্রেফতার। নিহত খতেজা বিবির ভগ্নিপতিকে জেরা করে অবশেষে বাকি দেহাংশের হদিশ!
গলফগ্রিন থানা এলাকায় টালিগঞ্জের গ্রাহামস রোডে ভ্যাটের মধ্যে উদ্ধার হয়েছিল মহিলার মাথা। খুনের ঘটনায় ডায়মন্ড হারবারের বাসুলডাঙা থেকে আটক করা হয়েছিল নিহতের ভগ্নিপতিকে। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম খতেজা বিবি। বছর চল্লিশের খতেজার বাড়ি মগরাহাটের কামদেবপুরে। বেশ কয়েকবছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বাপের বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন খতেজা। গলফ গ্রিন, যাদবপুর এলাকায় পরিচারিকার কাজ করতেন। বৃহস্পতিবার কাজে গিয়েছিলেন, তারপর বাড়ি ফেরেননি, মোবাইল ফোন বন্ধ ছিল। পুলিশ সূত্রে খবর, ডায়মন্ড হারবারের পঞ্চগ্রামের বাসিন্দা পেশায় রং মিস্ত্রি ভগ্নিপতির সঙ্গে খতেজার সম্পর্ক গড়ে ওঠে।
সম্পর্কের টানাপোড়েনের জেরেই প্রতিহিংসাবশত খুন বলে আগেই অনুমান করেছিল পুলিশ। মহিলার কাটা মাথা উদ্ধার হলেও প্রথমে দেহের বাকি অংশের হদিশ মিলছিল না। নিহত খতেজা বিবির ভগ্নিপতিকে জেরা করে অবশেষে বাকি দেহাংশের হদিশ মিলেছে। এক জায়গায় মাথা, আরও ২ জায়গায় পা, শরীরের বাকি অংশের হদিশ মিলেছে। মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল মহিলাকে। মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করার পর মাথা কাটা হয়েছিল। এমনই বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। কাটা মাথা পাওয়ার ১২ ঘণ্টা আগে খুন করা হয়েছিল, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। টাওয়ার ডাম্পিং পদ্ধতি ব্যবহার করে আততায়ীকে চিহ্নিত করেছিল পুলিশ।
আরও পড়ুন, 'খুব শীঘ্রই সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে..' ! ফিরহাদের মন্তব্য পোস্ট করে আক্রমণ মালব্যর
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।