সঞ্চয়ন মিত্র, কলকাতা : ট্রাফিক আইন ভাঙায় বাইক আটকানোয়, আক্রান্ত ট্রাফিক পুলিশ (Traffic Police Attacked)। এজেসি বোস উড়ালপুলের সামনে পুলিশ (Police) কর্মীকে ধাক্কা মারে বেপরোয়া বাইক চালক। আহত হন ট্রাফিকের এএসআই। এই ঘটনায় দুই নাবালক বাইক আরোহীকে আটক করেছে হেস্টিংস থানার পুলিশ (Hestings Police Station)। 


‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির (Safe Drive Save Life Campaign) মাধ্যমে লাগাতার প্রচার চালাচ্ছে পুলিশ। এরপরও প্রায়ই ঘটছে ট্রাফিক আইন ভাঙার ঘটনা। বৃহস্পতিবার এজেসি বোস উড়ালপুলের কাছেও একই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর,
রাত ১০ টার পর উড়ালপুলে দু’ চাকার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।


ঘড়িতে সময় তখন ভোর ৪ টে, পুলিশ সূত্রে খবর, ট্রাফিক আইন ভেঙে SSKM-এর দিক থেকে উড়ালপুলে উঠছিল একটি বাইক। বাইকে ছিল দুই নাবালক। বাইক আটকান ট্রাফিক পুলিশের কর্তব্যরত ASI আনারুল ইসলাম। অভিযোগ, তখনই তাঁকে ধাক্কা মেরে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে দুই সওয়ারি। আহত হন ওই ট্রাফিক পুলিশ কর্মী। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বাইকের সওয়ারি দুই নাবালককে আটক করেছে হেস্টিংস থানার পুলিশ। 


এদিকে, তৃণমূলের মারে গুরুতর আহত তৃণমূল কর্মী। আর পুলিশ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেও, ভর্তি না করে, কলকাতা মেডিক্যাল কলেজের গেটের সামনে ফেলে দিয়ে পালায়, এমনই অভিযোগ উঠল মুচিপাড়া থানার বিরুদ্ধে। আমহার্স্ট স্ট্রিটের পরে এবার প্রশ্নের মুখে মুচিপাড়া থানার পুলিশ। ঘটনায় নিজের দল ও পুলিশ সম্পর্কে বিস্ফোরক কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। এ ধরনের কাজকর্মে দলের ভাবমূূর্তিরই ক্ষতি হচ্ছে বলে গোষ্ঠীকোন্দলের কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তৃণমূল কাউন্সিলরের প্রশ্ন, পুলিশকে মানবিক হতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কেন আক্রান্তকে হাসপাতালে ভর্তি না করে পালাল পুলিশ? নেপথ্যে কারও মদত থাকতে পারে বলেও সংশয় প্রকাশ করেছেন বিশ্বরূপ। মারধরের ঘটনায় অভিযোগ জমা পড়েছে। হাসপাতালে ভর্তি না করার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে, প্রতিক্রিয়া পুলিশ-প্রশাসনের।  


আরও পড়ুন- 'আমি মনে করি না বালুরা চোর, আমার ৪ জনকে গ্রেফতার করলে, ওদের ৮ জনকে গ্রেফতার করব' হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর



  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

  • https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y