কলকাতা: রাজ্যে এসেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Union Minister Dharmendra Pradhan in Bengal)। তিনি আজ সকালে দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineswar Temple) পুজো দিতে যান। সূত্রের খবর, এরপর আলমবাজারে শ্যাম মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। সল্টলেকে সাংগঠনিক বৈঠক করবেন ধর্মেন্দ্র প্রধান। এরপর বেলা ১২টায় নেতাজি ভবনে যাবেন তিনি। সেখান থেকে যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে।


শিক্ষায় কোটি কোটি টাকার দুর্নীতি, তবুও রাজ্যের কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী 


'শিক্ষায় কোটি কোটি টাকার দুর্নীতি, তবুও রাজ্যের কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি। বড়বড় নেতা মন্ত্রী জেলে। কত দিনে ন্যায় পাবেন চাকরি প্রার্থীরা ? গত অগাস্টেই মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে বলে চিঠি পাঠিয়েছি, আজ পর্যন্ত উত্তর আসেনি', এদিন শহরে এসেই তোপ দাগেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রসঙ্গত, গত জুলাই মাসেও রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেবার কাঁকুড়গাছির রামকৃষ্ণ যোগোদ্যান মঠে সফর করেন তিনি।কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হাত ধরেই বিশেষ বাইক র‍্যালির উদ্বোধনও হয়। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ওই র‍্যালির আয়োজন করা হয়। ফুলবাগান কাদাপাড়া এলাকায় 'বিকাশতীর্থ' নামে ওই র‍্যালিরই উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।


 আইনের পথেই চলা উচিত : ধর্মেন্দ্র প্রধান


ঘটনাচক্রে, এসএসসি দুর্নীতি মামলায় সেসময় সদ্য গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।   প্রাক্তন স্কুলশিক্ষা মন্ত্রীর গ্রেফতারি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি , ঠিক তখনই রাজ্য-সফরে আসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সম্প্রতি এই ইস্যুতে ধর্মেন্দ্র বলেছিলেন, 'ভবিষ্যৎ গড়তে হলে শিক্ষক নিয়োগে কোনও আপস হওয়া উচিত নয়। কিন্তু দেশের বেশ কয়েকটি রাজ্যে এই সমস্যা অনুভূত হয়েছে। অভিযুক্তরা উপযুক্ত শাস্তিও পেয়েছেন। এখানকার হাইকোর্ট যদি এ বিষয়ে কোনও মন্তব্য করে থাকে তা হলে আইনের নিজের পথেই চলা উচিত।' 


আরও পড়ুন, মমতার মন্তব্যের প্রতিবাদ, ঘুগনি ও ঝালমুড়ি বিক্রি করলেন বিজেপি বিধায়করা !


রাজ্যে আসতে পারেন শাহও, আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সফর ঘিরে জোর চাপানউতোর 


অপরদিকে, নভেম্বরে রাজ্যে আসতে পারেন অমিত শাহ (BJP Leader Amit Shah)। ৫ নভেম্বর ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক, আসতে পারেন অমিত শাহ। করোনার জন্য ২ বছর পর এবার ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক। আর সেই বৈঠকেই মূলত যোগ দিতে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।প্রসঙ্গত, একুশের বিধানসভার আগে বাংলায় পঞ্চপাণ্ডব পাঠিয়ে প্রায় সপ্তাহে সপ্তাহে অমিত শাহ এসে বৈঠক করে গিয়েছেন। এসেছেন ভোট পরবর্তী হিংসার মামলার ইস্যুতেও। রাজ্যে এসে ভোট পরবর্তী মামলায় কাকুড়গাছির অভিজিৎ সরকার-সহ আরও একাধিক বিজেপি নেতা-কর্মী খুনের পরিসংখ্যান দিয়েছিলেন শাহ। মাঝে বাংলা সফরে এসে, কাশীপুরে বিজেপি কর্মী খুনের পর সফল সূচি বদলে সেবার মৃতের পরিবারকে সময় দিয়েছিলেন অমিত শাহ। তবে এরপর ফের পরিস্থিতি জটিল হয় বাবুল-সহ একাধিক বিজেপি বিধায়কদের তৃণমূল যোগে। রাজ্য বিজেপির একের পর এক বিধায়ক বিয়োগের পরেও তিনি এ শহরে আসেন। তবে এই মুহূর্তে ফোকাস ঘুরেছে অন্যদিকে। কিন্তু রাজ্যের এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির হাতে যেভাবে শাসকদলের একের পর এক নেতা-মন্ত্রী গ্রেফতার হচ্ছে, সেই পরিস্থিতির মাঝে -কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সফর ঘিরে বেশ ভালই চাপানউতোর রাজনৈতিক মহলে।