কলকাতাঃ রাজ্যে গত ২৪ ঘন্টায় ফের বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা (Covid Postive)। রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, (WB Covid Bulletin) গত ২৪ ঘন্টায় সারা বাংলায় কোভিডে সংক্রমিত হয়েছেন ৮৮৩ জন । যেখানে গত ৪৮ ঘন্টায় কোভিডে আক্রান্তের সংখ্য়া ছিল ৪৩৬ জন এবং গত ৭২ ঘন্টায় ১০১১ জন ।


এদিন কোভিডে মৃত্যু শূন্য না হলেও গত ৪৮ ঘন্টার থেকে কমেছে। গত ৭২ ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছিল ৭ জনের। গত  ৪৮ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। গত ২৪ ঘন্টায় বাংলায় কোভিডে মৃত্যু হল ৪ জনের। পাশাপাশি বাড়ল পজিটিভিটি রেটও বাংলায়। গত ৭২ ঘন্টায় সারা বাংলায় পজিটিভিটি রেট ছিল (Positivity Rate) ৭.৭৮ শতাংশ এবং গত ৪৮ ঘন্টায় তা কমে হয় ৬.৩৪ শতাংশ। কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, রাজ্য গত ২৪ ঘন্টায় ফের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৭.৪৮ শতাংশ ।রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় সারা বাংলায়  হোম আইসোলেশনের সংখ্যা ছিল ১৩ হাজার ১২৩ জন। গত ৭২ ঘন্টায় কোভিডে হোম আইসোলেশনের সংখ্যা ছিল ১৫ হাজার ২৪ জন। গত ২৪ ঘন্টায় তা এসে দাঁড়িয়েছে ১১ হাজার ৯২০ জনে।


প্রসঙ্গত, রাজ্যে কোভিডের প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের ঢেউ অবধি সবচেয়ে ভয়াবহ ছিল দ্বিতীয় বর্ষ। কারণ ফুসফুসে সংক্রমণ হয়ে সবথেকে বেশি ভয়াবহতা দেখা দিয়েছিল সেবছরই। কোভিড ভ্যাকসিন নিয়ে উৎকণ্ঠা থেকে শুরু করে হুড়োহুড়ি সবই ছিলব। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ যেমন অনেকে পাননি। তেমনই অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে বাড়িও ফিরতে পারেননি। তারপর কোভিড বিধির জেরে প্রিয় জনের বিয়োগে, শেষ দেখাটাও দেখতে পারেনি পরিবার। কারণ সংক্রমণের ভয়াবহতা ছড়িয়েছিল সর্বত্র।






বিস্তারিত আসছে..