কলকাতা: রোগী কল্যাণ সমিতিতে ( Rogy Kalyan Samity  ) বড় রদবদল, কোপে সুদীপ্ত-শান্তনু। সুদীপ্ত রায়ের বদলে আর জি করে সরকারি প্রতিনিধি অতীন ঘোষ। কলকাতা মেডিক্যাল কলেজ থেকেও ছেঁটে ফেলা হল সুদীপ্তকে।




সুদীপ্তের জায়গায় কলকাতা মেডিক্যালে সরকারি প্রতিনিধি শশী পাঁজা। শান্তনু সেনের জায়গায় এনআরএসে সরকারি প্রতিনিধি সুপ্তি পাণ্ডে। বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ। মানিকতলার তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে । ২৪টি মেডিক্যাল কলেজ-হাসপাতালে সরকারি প্রতিনিধির ঘোষণা। 


গত মাসেই শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার করেছিল রাজ্য সরকার। তুলে নেওয়া হয়েছিল প্রাক্তন তৃণমূল সাংসদের দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীকে। এর আগে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে শান্তনু সেনকে সরাতে স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়েছিলেন চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়। আর জি কর-কাণ্ডে মুখ খোলার জের? প্রতিক্রিয়া দিতে নারাজ ছিলেন শান্তনু সেন। আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের ঘটনার পর, কার্যত মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারের উল্টো সুরে বিস্ফোরক মন্তব্য় করেছিলেন শান্তনু সেন। তারপর তাঁকে তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।


তারপর গতমাসেই শান্তনু সেনের নিরাপত্তা তুলে নেয় রাজ্য সরকার। প্রাক্তন তৃণমূল সাংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা ২ পুলিশ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ হওয়ার পর, ২০১৮ সাল থেকে রাজ্য সরকারের নিরাপত্তা পান শান্তনু সেন। তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন ২ পুলিশ কর্মী।শান্তনু সেনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর,ডিউটিতে আসেননি ২ পুলিশ কর্মী।তাঁদের কাছ থেকেই শান্তনু সেন জানতে পেরেছিলেন, তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।




আরও পড়ুন, বাংলাদেশে হিন্দু-নিপীড়নের ভয়াবহ অত্যাচার ! 'টার্গেট করা হচ্ছে মহিলাদের..'


৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা সামনে আসে। রাজ্য় প্রশাসনের ভূমিকা নিয়ে যখন প্রশ্নের ঝড়, তখন বিস্ফোরক মন্তব্য় করেছিলেন শান্তনু সেন। আর জি কর মেডিক্য়ালের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে ন্য়াশনাল মেডিক্য়ালের অধ্য়ক্ষ করা নিয়ে স্বাস্থ্য় দফতর যখন প্রবল সমালোচনার মুখে, তখন এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন শান্তনু সেন। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।