কলকাতাঃ বাংলায় গত ২৪ ঘন্টায় লাফিয়ে বাড়ল কোভিড সংক্রমণের (Covid Positive) সংখ্য়া। রাজ্যের কোভিড বুলটিন অনুযায়ী , গত চব্বিশ ঘন্টায় কোভিড পজিটিভ হয়েছেন ১২৩২ জন। গত ৪৮ ঘন্টায় রাজ্যের বুকে কোভিড সংক্রমণের সংখ্যা ছিল ১০৯৪ জন। গত ৭২ ঘন্টায় সংখ্যাটা ছিল ১৮১৭। ফের সেদিকে আবার ছুটে চলছে সংক্রমণ। এদিকে হাসপাতালের বেডগুলি (Hospital Bed) সেভাবে দ্রুত না বাড়লেও বাড়ছে হোম আইসোলেশন (Home Isolation) সংখ্যা। কারণ আচমকাই কোভিডের সংখ্যা বাড়তেই এই মুহূর্তে বেশি বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য ভবন (Health Department)। তবে শারীরিক অবস্থা সঙ্কটজনক হলে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এই মুহূর্তে হোম আইসোলেশন আগের থেকে কিছুটা কমেছে। যদিও মৃত্যু কমেনি ফের রাজ্যে।
রাজ্যে সরকারের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় যেখানে কোভিডের জেরে হোম আইসোলেশনের সংখ্যা ২২ হাজার ১৩১ । আশঙ্কার মধ্যে সামান্য স্বস্তি এটাই যে, সেটা কমে হয়েছে গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৮১৮ । তবে তাঁদের কাউকেই এখনও অবধি সেফ হোমে নিতে হয়নি। তবে বাংলায় গত ২৪ ঘন্টায়, কোভিড সংখ্যাটা বেড়েছে। গত চব্বিশ ঘন্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ১২৩২ জন। গত ৪৮ ঘন্টায় ৫২৬ জন হাসপাতালে ভর্তি ছিল। তবে গত ২৪ ঘন্টায় সংখ্যাটা কমে এসে ৪৬৯ এ দাঁড়িয়েছে। বাইশের শুরুতে যে হারে কোভিডের সংখ্যাটা বেড়ে গিয়েছিল, তার থেকে আশঙ্কা বেশি ছিল একুশে কোভিড গ্রাফে। কারণ কোভিডের তৃতীয় ঢেউ বেশি ছড়ালেও আঘাত হেনেছিল দ্বিতীয় ঢেউ। মৃত্যুক হার ছিল সর্বোচ্চ। তাই তৃতীয় ঢেউ সেই হারে না বাড়লেও কোভিডের চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কায় সবাই।
রাজ্যে সরকারের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় কোভিডে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭ জনের। যদিও গত ৪৮ ঘন্টায় প্রেক্ষাপটটা একই ছিল। তাই চতুর্থ ঢেউয়ের আতঙ্ক এখনও রয়েছেই।সম্প্রতি কোভিডের হটস্পট এলাকাগুলিও চিহ্নিত করা হয়েছে। একুশ ও বাইশের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা ও পাশ্ববর্তী এলাকার পাশাপাশি সব জেলাগুলিতেই নজর রাখা হচ্ছে।