কলকাতা: সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে নতুন করে অনুমতি নিতে হবে সরকারি চিকিৎসকদের। কর্মস্থলের ২০ কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিসে ছাড়। সরকারি হাসপাতাল ও কোয়ার্টারে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। ডিউটি সংক্রান্ত বিজ্ঞপ্তির পর এবার প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া নির্দেশিকা।
একদিকে সরকারি চিকিৎসকদের কড়া বার্তা দিল স্বাস্থ্য দফতর। ঠিক তেমনই ফেলে আসা বছরে, সরকারি চিকিৎসকদেরই একাংশের দাবির মুখে পড়েছিল এই তৃণমূলের সরকার। বহুদফা দাবির কিছু মিটেছে। কিছু অধরা। তবে সেই ইস্যুতে সব শিকড়ে টান পড়েছে, সেই নির্যাতিতার বিচারই এখনও মেলেনি। প্রেক্ষাপট আলাদা হলেও, আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই হাজার হাজার চিকিৎসক পথ নেমেছিল। জানিয়েছিল প্রতিবাদ।
অতীতের দিকে ফিরে তাঁকালে দেখা যায়, সরকারি কর্মচারী হয়ে কর্মবিরতিতে গেলে, দূরে বদলি করে দেওয়ার অভিযোগ ওঠে। আসে চোখ রাঙানি, হুমকির মতো অভিযোগ। যদিও আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলাকালীন, যখন বিজেপি মমতার সরকারের পদত্যাগ দাবি করেছিল, ঠিক সেই সময়েই মমতা, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন করেছিলেন, চেয়ার চাই নাকি বিচার ? এমন প্রশ্নের উত্তরে ওপার থেকে জবাব এসেছিল 'বিচার চাই।' এদিকে সেই বিচারের আশায় এখনও হন্যে হয়ে ঘুরছে নির্যাতিতার পরিবার।
আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্ত কি শেষ? তদন্ত শেষ হয়নি জানিয়েও তদন্তের অভিমুখ বদল করতে চেয়ে আরও সময় চেয়েছিল সিবিআই। শিয়ালদা আদালতে কেন্দ্রীয় এজেন্সির দাবি, এবার তদন্ত হবে বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে। চূড়ান্ত চার্জশিট জমা না পড়া পর্যন্ত আবেদন অর্থহীন, সিবিআইয়ের আর্জি নাকচ করে জানিয়েছিল আদালত।
আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আর্জি জানিয়েছিল সিবিআই। সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত হিসেবে শুধুমাত্র তারই নাম ছিল। ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে না পারায় ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গিয়েছিছেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডল। এরপরেই ফের সরব হতে দেখা গিয়েছিল জুনিয়র চিকিৎসকদের।
আরও পড়ুন, পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে প্রাক্তন পোস্ট ম্যানের জামিন, 'কোনও প্রমাণই দিতে পারল না পুলিশ..' !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)