সন্দীপ সরকার, দমদম : ফের দক্ষিণ দমদমে (South Dumdum) ডেঙ্গিতে (Dengue) মৃত্যু । নাগেরবাজারে বেসরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত তরুণীর মৃত্যু । দক্ষিণ দমদমের ২১ নম্বর ওয়ার্ডে ২০ বছরের তরুণী সমাপ্তি মল্লিকের মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। 


বছর ২০-র এই তরুণীকে ভর্তি করা হয়েছিল নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে। বেশ কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর। প্রথম দিকে তাঁর রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি পজিটিভ আসে। এরপর তাঁকে নাগেরবাজারের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর। এই নিয়ে দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যুর খবর এল। গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যুর হয়েছে বলে খবর।  


পুজোর আগেই মর্তে মা দুর্গা। মশা মারার তেল ও ব্লিচিং নিয়ে হাজির দুয়ারে দুয়ারে। ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় দিন দু'য়েক আগে অভিনব উদ্য়োগ নেন দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্য়োপাধ্যায়ের। এলাকার বাড়ি বাড়ি গিয়ে মশা মারার তেল স্প্রে করা হয় এবং ব্লিচিং ছড়ানো হয়। মা দুর্গা, তাঁর ছেলে মেয়ে এবং অসুর সেজে তেল স্প্রে করেন ও ব্লিচিং ছড়ান পুরসভার কর্মীরা। 


ভয়াবহ রাজ্য়ের ডেঙ্গি পরিস্থিতি। পরিসংখ্যান ঘুম কেড়েছে প্রশাসনের। উদ্বেগজনক এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় শনিবার রাজ্য় প্রশাসনের শীর্ষ কর্তাদের একাধিক নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী। এদিন মুখ্য়সচিবের নেতৃত্বে নবান্নে ডেঙ্গি নিয়ে বৈঠক হয়। উপস্থিত ছিলেন, পুর ও নগরোন্নয়নমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা সহ স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা। ভার্চুয়ালি যোগ দেন সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা। সূত্রের খবর, বৈঠক চলাকালীন ফোনে মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ডেঙ্গিতে প্রাণহানি ঠেকাতে বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালাতে হবে । জমা জল ও ডেঙ্গির হটস্পটগুলিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে সপ্তাহে ৭দিন ২৪ ঘণ্টা কাজ করতে হবে।


সূত্রের খবর, নবান্নের বৈঠকে, প্রত্যেক পুরসভার কাউন্সিলরদের ৭ দিনের মধ্যে মশা দমনের জন্য ওয়ার্ড কমিটি গঠন, ভেক্টর কন্ট্রোলের কাজের সঙ্গে যুক্ত ৬৫ ঊর্ধ্বদের,  কাজ থেকে সরিয়ে দেওয়া, প্রশিক্ষিত কমবয়সীদের ফিল্ড ওয়ার্কার হিসেবে নিয়োগ এবং ১২৭টি পুরসভা এলাকার জন্য ডেঙ্গি হেল্পলাইন চালুরও নির্দেশ দেওয়া হয়েছে।