ময়ূখ ঠাকুর চক্রবর্তী, প্রকাশ সিনহা, কলকাতা: খাস কলকাতায় (Kolkata) উদ্ধার হল কয়েকলক্ষ টাকার মাদক ট্যাবলেট। কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফের জালে দুই মাদক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল তালতলা থানা এলাকায় এজেসি বোস রোডে (AJC Bose Road) অভিযান চালায় পুলিশ। জোড়া গির্জার সামনে থেকে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে। ধৃতরা পার্ক স্ট্রিট ও তিলজলা থানা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ১৭ গ্রাম MDMA ট্যাবলেট ও ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। মাদক ও অস্ত্র নিয়ে এই দু’ জনের কী পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
এই একই দিনে কলকাতা (Kolkata) থেকে ৫ কোটিরও বেশি মূল্যের বিদেশি সোনা ও মার্কিন ডলার উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার নাখোদা মসজিদের কাছে রবীন্দ্র সরণির একটি দোকানে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ৪১টি সোনার বার ও মার্কিন ডলার। সব মিলিয়ে ভারতীয় মুদ্রায় যার মূল্য ৫ কোটি ১৯ লক্ষ টাকা। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন: Actress Accident: চলন্ত গাড়িতে গাছ পড়ে দুর্ঘটনার কবলে টেলি-অভিনেত্রী অনন্যা গুহ
ওড়িশার নম্বর প্লেট লাগানো লরিতে মাদক পাচার: চলতি মাসেই ৬ মাদক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ওড়িশার (Odisha) নম্বর প্লেট লাগানো লরিতে ফলস পাটাতনের আড়ালে চলছিল মাদক পাচার (Drug Smuggling)। রাজ্য পুলিশের এসটিএফের তত্পরতায় ছক বানচাল হয়। দুর্গাপুরের শ্যামপুরের কাছে আটক লরি। উদ্ধার প্রায় ৮ লক্ষ টাকার গাঁজা। ৬ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ওড়িশার জলেশ্বর থেকে মাদক নিয়ে লরিটি বর্ধমান হয়ে নবদ্বীপে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে লরিটিকে আটক করে পুলিশ। দেখা যায়, লরির আসল পাটাতনের ওপরে লোহার খাঁচা বানিয়ে তৈরি করা হয়েছে ফলস পাটাতন। সেই নকল পাটাতনের নীচে বস্তায় ভরে পাচার হচ্ছিল গাঁজা। ২২টি বস্তা থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ৩০০ কেজি মাদক। ধৃতদের একজন পূর্ব বর্ধমানের নাদনঘাটের বাসিন্দা হলেও, বাকিরা নবদ্বীপের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। কোথায় মাদক পাচার হচ্ছিল, কে এদের লিঙ্ক ম্যান জানার চেষ্টা করছে পুলিশ।