Cyber Fraud: বিদ্যুতের লাইন কাটার নামে চলছে প্রতারণাচক্র (Cyber Fraud)। দেশের বিভিন্ন জায়াগার সঙ্গে এবার রাজ্যেও সক্রিয় হয়েছে এই জালিয়াতরা। সম্প্রতি রাজ্যবাসীকে সতর্ক করতে প্রতারকদের এই ফাঁদ প্রকাশ্যে এনেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
Kolkata Police Alert: কীভাবে ফাঁদ পাতছে প্রতারকরা ?
এসএমএস-এর মাধ্যমে চলছে এই প্রতারণা চক্র। যেখানে গ্রাহকের বিদ্যুতের লাইন কাটার ভয় দেখিয়ে টাকা হাতানোর চেষ্টা করছে জালিয়াতরা। একটি নম্বর দিয়ে বলা হচ্ছে, বিদ্যুতের পরিষেবা স্বাভাবিক রাখার জন্য ইলেকট্রিসিটি অফিসারের সঙ্গে যোগাযোগ করুন। একবার গ্রাহক নিজে থেকে সেই নম্বরে ফোন করলেই পড়ছেন প্রতারকদের খপ্পরে।
Cyber Fraud: কীভাবে যাবে আপনার টাকা ?
প্রতারকদের দেওয়া নম্বরে ফোন করলেই গুগল প্লে-স্টোর থেকে 'Quick Support'অ্যাপ ডাউনলোড করতে বলছেন অপর প্রান্তের ব্যক্তি। একবার ওই অ্যাপ ডাউনলোড হলেই আপনার কাছে চলে আসবে 'পাস কোড'। এই পাস কোডের মধ্যেই লুকিয়ে রয়েছে যাবতীয় জালিয়াতি। একবার অপর প্রান্তের ব্যক্তিকে 'পাস কোড' দিলেই উধাও হতে পারে টাকা।
Kolkata Police Alert: কী বলছে কলকাতা পুলিশ ?
সম্প্রতি সরকারি ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি বার্তা পাঠাচ্ছে কলকাতা পুলিশ। যেখানে প্রফেসর নীলাঞ্জন কুন্ডুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার উদাহরণ তুলে ধরা হয়েছে। যেখানে একজন সচেতন নাগরিকের পরিচয় দিয়েছেন নীলাঞ্জনবাবু। প্রতারকরা পাস কোড দেওয়ার কথা বললেও তা দেননি তিনি। উল্টে বাড়িতে এসে ইলেকট্রিক অফিসের লোককে বিষয়টির নিষ্পত্তি করতে বলেন ওই প্রফেসর। যারপর অপর প্রান্তের কল এমনিতেই কেটে যায়। আগামী দিনে সকলকে এই ধরনের বার্তা থেকে সতর্ক থাকতে বলেছে কলকাতা পুলিশ, অন্যথায় বাড়বে বিপদ।
সম্প্রতি দেশের বিভিন্ন জায়গা থেকেও এই ধরনের অভিযোগ আসছে। যেখানে কেউ কেউ টেলিকম কোম্পানিগুলিকে এই প্রতারণাচক্র রোধে সতর্ক বার্তা প্রকাশ করতে বলছেন। কীভাবে ভুয়ো কল বা বার্তা ধরতে হবে তাও বুঝিয়ে বলতে বলা হয়েছে টেলিকম কোম্পানিগুলিকে।
আরও পড়ুন : Digital Fraud: বিদ্যুৎ বন্ধের নামে চলছে প্রতারণাচক্র, মেসেজের আগে এই লেখা দেখে নিন