Electricity Bill Scam Message: নাগরিকদের ফাঁদে ফেলতে এবার নতুন পথ নিয়েছে প্রতারকরা। আপনার বিদ্যুতের বিল (Electricity Bill Scam) দেওয়া থাকলেও মিথ্যে বলা হচ্ছে এসএমএস করে। একবার জালিয়াতদের জালে পা দিলেই ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট। জেনে নিন, কী উপায়ে কাজ করছে এই প্রতারণাচক্র।
Cyber Crime: মেসেজ করেই কল করতে বলছে প্রতারকরা
মূলত, বকেয়া বিদ্যুতের বিল পরিশোধের নামে মেসেজ পাঠাচ্ছে জালিয়াতচক্র। যেখানে মেসেজ করে বিল না দেওয়ার জন্য বিদ্যুতের লাইন কাটার কথা লিখেছে প্রতারকরা। এরই নিচে দেওয়া হচ্ছে 78548 অফিসার নম্বর। একবার এখানে কথা বললেই ফাঁদের মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের।
Cyber Fraud: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই মেসেজ
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই বার্তা। যেখানে নিজেদের অভিজ্ঞতার কথা বলছেন গ্রাহকরা। অনেকেই জানিয়েছেন, মেসেজ পাঠানোর পাশাপাশি প্রতারকরা কল করেও প্রতারণার চেষ্টা করে। বিদ্যুৎ বিভাগ, টেলিকম কোম্পানি ও বিভিন্ন রাজ্যের পুলিশ অবিলম্বে এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। এর পাশাপাশি মানুষকেও সচেতন করা হচ্ছে।
Electricity Bill Scam: কী বলছে জিও
এই প্রতারণার বিষয়ে ট্যুইটারে সরব হয়েছেন এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, একটি মোবাইল নম্বর থেকে নিয়মিত প্রতারণার বার্তা পাচ্ছেন তিনি। এ বিষয়ে টেলিকম কোম্পানি জিওর সঙ্গে যোগাযোগও করেন তিনি। কোম্পানি জানিয়েছে, ওই এসএমএসটি একটি স্ক্যাম। জিও কখনোই গ্রাহককে নথি জমা দেওয়ার জন্য কোনও নম্বরে কল করতে বলে না। ওই নম্বরে কল করলে প্রতারিত হতে পারেন আপনি। সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে।
Jio On Cyber Fraud: কী দেখে বুঝবেন আসল বার্তা ?
জিও জানিয়েছে, গ্রাহকদের এসএমএসের সময় মেসেজের আগে কিছু কোড দিয়ে দেয় কোম্পানি। যে কোড দেখে আপনি আসল -নকল বুঝতে পারবেন। যেমন প্রেরক আইডির পরিবর্তে 'জিও' দিয়ে শুরু হয় কোম্পানির মেসেজ। যেখানে JioNet, JioHRC, JioPBL, JioFBR-এর মতো বিষয়গুলি আগে লেখা থাকে। তাই এই শব্দ বা কোড আগে দেখলেই বোঝা যাবে কোম্পানি থেকেই এসেছে এই মেসেজ।
Digital Fraud: এই ধরনের জালিয়াতি এড়াতে এই জিনিসগুলি মনে রাখবেন
১ দেখতে হবে এসএমএস কোথা থেকে এসেছে
২ অজানা উৎস থাকলে বিলের টাকা দেবেন না।
৩ মেসেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে কোনও অ্যাপ ইন্সটল করবেন না।
৪ কারও ব্যক্তিগত নম্বর বা অ্যাকাউন্টে অর্থ পাঠাবেন না।
৫ কাউকে ফোন করবেন না বা মেসেজের লিঙ্কে ট্যাপ করবেন না।
৬ প্রদত্ত নম্বরের সাথে আপনার কোনও তথ্য শেয়ার করবেন না।
৭ বিষয়টি আগে বিদ্যুৎ বিভাগ বা বোর্ডের সঙ্গে যাচাই করুন। অফিশিয়াল অ্যাপে বিলের বিষয়টি জেনে নিন।
৮ কেবল একটি অ্যাপ থেকে বকেয়া বিদ্যুৎ বিলের টাকা জমা করুন।
আরও পড়ুন : New Labour Law: পাওনা ছুটি না নিলে সেই বছরেই টাকা ! নতুন শ্রম আইন আনছে সরকার