ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিন্হা, কলকাতা: ঋণের (Loan) জন্য সন্ধান শুরু করলেই কিছু টাকা জমা পড়ে যাচ্ছে অ্যাকাউন্টে (Bank Account)। তাতেই আবেদনকারীর বিশ্বাস অর্জন করে নিচ্ছে প্রতারকরা (Fraud)। তার পর পড়ছেন প্রতারণার ফাঁদে। এভাবেই দিন দিন ঋণ প্রদানকারী অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগ বাড়ছে। সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। সতর্ক করছেন বিশেষজ্ঞরাও। 


লোন অ্যাপের প্রতারণা: আপনার কি খুব দ্রুত ঋণের (Loan) দরকার? ঋণের জন্য কি অনলাইনে সার্চ করছেন? তাহলে কিন্তু এখনই সাবধান! না হলে পড়তে পারেন লোন অ্যাপের প্রতারণার ফাঁদে। পুলিশ সূত্রে খবর - লোন অ্যাপের (Loan App) পাশাপাশি, ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ (Whatsapp) থেকে ইন্টারনেটেও (Internet) ফাঁদ পাতছে প্রতারকরা। দেওয়া হচ্ছে বিনা নথিতে সহজ ঋণের টোপ । কোনও কোনও ক্ষেত্রে আবেদনের প্রক্রিয়া শেষ করার আগেই আবেদনকারীর অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে বিশ্বাস অর্জন করছে প্রতারকরা। তারপর পাঠানো হচ্ছে লিঙ্ক। সেই লিঙ্ক খুলে ফর্ম ফিলআপ করলেই ফোনের রিমোট অ্যাকসেস চলে যাচ্ছে প্রতারকদের (Cyber Fraud) হাতে। 


প্রতারণার শিকার: সম্প্রতি এভাবেই প্রতারণার শিকার হয়েছেন রাজারহাটের এক বাসিন্দা। লোন অ্যাপের মাধ্যমে প্রতারণার ফাঁদ নিয়ে বুধবারই সাধারণ মানুষকে সতর্ক করেছেন কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police) । পুলিশ সূত্রে খবর, মোবাইল ফোনের অ্যাকসেস নেওয়ার পর আবেদনকারীর পরিচিতদের কাছে মেসেজ পাঠিয়ে বা আবেদনকারী মহিলা হলে তাঁর ছবি বিকৃত করে প্রতারণা করা হচ্ছে । 


অন্যদিকে, এবার এই নিয়ে তথ্যসংগ্রহ শুরু করেছে ইডিও । ইতিমধ্যেই কলকাতা (Kolkata), বিধাননগর (Bidhannagar) ও রাজ্যের অন্যান্য জায়গায় ঋণের নামে প্রতারণার অভিযোগে যে সব FIR দায়ের হয়েছে, তার কপি সংগ্রহ করতে শুরু করেছে ইডি (ED)। সূত্রের খবর, এ নিয়ে FIR দায়ের করে তদন্ত শুরু করবে ইডি।


আরও পড়ুন: kerosine Price: কেরোসিনের দামেও সেঞ্চুরি পার! হেঁশেল চালাতে নাভীশ্বাস মধ্যবিত্তের