BMW G 310 RR: BMW আজ ভারতে তার G 310 RR বাইক লঞ্চ করেছে। বেস ব্ল্যাক ভ্যারিয়েন্টের G 310 RR-এর দাম রাখা হয়েছে ২.৮৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। স্টাইল স্পোর্ট ভ্যারিয়েন্টের জন্য ২.৯৯ লক্ষ টাকা দিতে হবে ক্রেতাকে। BMW-এর এই লেটেস্ট বাইকটি ভারতে কেটিএম (KTM) ও হন্ডা (Honda) স্পোর্টস বাইকের সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
BMW G 310 RR:BMW G 310 RR এর ইঞ্জিন
বিএমডব্লিউ-র এই নতুন বাইকে আছে ৩১৩ সিসির ইঞ্জিন। এতে পাবেন সিঙ্গল সিলিন্ডার পেট্রল ইঞ্জিন। যা ৩৪ বিএইচপি শক্তি ও ২৭ নিউটন মিটার টর্ক দেয়। এছাড়াও বাইকে ৬ স্পিড গিয়ারবক্স পাওয়া যায়। BMW G310 ১৭-ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করে। এছাড়াও, এই বাইকটি সাসপেনশনের জন্য সামনে ইউএসডি ফর্ক পাবেন। এই বাইকের ব্রেকিং সিস্টেমের কথা বলতে গেলে সামনে ও পিছনে উভয় দিকেই সিঙ্গল ডিস্ক ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে কোম্পানি বাইকটিতে ডুয়াল চ্যানেল এবিএস ব্যবহার করেছে।
BMW G 310 RR এর স্পোর্টি স্টাইল
BMW G 310 RR এর সামনে একটি স্প্লিট হেডল্যাম্প সেটআপ রয়েছে। পিছনে, টেল-ল্যাম্পগুলিতে বুল হর্ন স্টাইলের এলইডি বসানো হয়েছে। BMW G 310 RR স্পোর্টস বাইকটিতে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ও স্মার্টফোন কানেক্টিভিটি, বাই-ডিরেকশন কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল সহ টিএফটি ডিসপ্লে-সহ অনেক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। একই সময়ে এতে ডুয়েল-এলইডি প্রজেক্টর হেডলাইট ও এলইডি টার্ন ইন্ডিকেটর রয়েছে।
BMW G 310 RR এর রাইডিং মোড
BMW G 310 RR ও TVS Apache RR 310 একই প্ল্যাটফর্মে তৈরি হয়েছে। হ্যান্ডলিং ও ব্রেকিংয়ের ক্ষেত্রে এই TVS Apache R 310 অনেকটা একই রকম। এই বাইকে চারটি রাইডিং মোড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রেইন, আরবান, স্পোর্ট ও ট্র্যাকের মতো মোড। এই বাইকটির পিছনের ও সামনের চেহারা TVS Apache RR 310 এর সঙ্গে অনেকটাই মিলে যায়।
Upcoming Cars in India: শীঘ্রই এই ৫ নতুন এসইউভি লঞ্চ হবে ভারতে, জানেন কারা আছে তালিকায়