কলকাতা: তৃণমূল বিধায়কের কনভয়ে কলকাতা পুলিশের পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসল লালবাজার। শহরে চলছে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়া একাধিক গাড়ি। এবার ২০০টি ইলেকট্রিক গাড়ি কিনতে চলেছে কলকাতা পুলিশ। প্রাথমিকভাবে ১০০টি ইলেকট্রিক গাড়ি কেনা হচ্ছে।পরে ধাপে ধাপে বাড়ানো হবে ইলেকট্রিক গাড়ির সংখ্যা।
লালবাজার সূত্রে খবর, নতুন গাড়ি কিনতে টাকা আগেই মঞ্জুর হয়েছিল। টেন্ডার সংক্রান্ত সমস্যা হওয়ায় এতদিন ইলেকট্রিক গাড়ি কেনা হয়নি। সওকত মোল্লার কনভয়ে গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর খবর সম্প্রচারের পর টনক নড়ল কলকাতা পুলিশের। এই ঘটনার পর নিউমার্কেট, তপসিয়া থানা থেকে আলিপুর বডিগার্ড লাইনে চলা পুলিশের একাধিক গাড়ির ক্ষেত্রে অনিয়মের ছবি ধরা পড়ে এবিপি আনন্দর ক্যামেরায়।
অনেক জায়গায় দেখা যায়, পুলিশের যে গাড়ি চলছে, তার ফিটনেসের মেয়াদ ফুরিয়েছে আগেই। এবিপি আনন্দের এই খবর সম্প্রচারের জেরে নড়েচড়ে বসল লালবাজার।
এবার প্রায় ২০০টি ইলেকট্রিক গাড়ি কিনতে চলেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, নতুন গাড়ি কিনতে টাকা আগেই মঞ্জুর হয়েছে। কিন্তু টেন্ডার সংক্রান্ত সমস্যা হওয়ায় এতদিন ইলেকট্রিক গাড়ি কেনা হয়নি। এদিকে, সওকত মোল্লার কনভয়ে পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ।
তৃণমূল বিধায়কের কনভয়ে কীভাবে চলছিল রেজিস্ট্রেশন ফেল, ফিটনেসের মেয়াদ ফুরোনো গাড়ি? নিয়ম বহির্ভূতভাবে মোটর ভেহিকলসের অনুমতি ছাড়া ওয়্যারলেস বিভাগের কার নির্দেশে চলছিল কনভয়ের পাইলট কার? এনিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।
পাশাপাশি, বিধায়কের কনভয়ের পাইলট কারের চালকের গাফিলতি ছিল কি না, অবিলম্বে তার তদন্ত রিপোর্ট দিতে DC ইস্ট-কে নির্দেশ দিয়েছে লালবাজার। এদিকে, তৃণমূল বিধায়কের কনভয়ে থাকা পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে চড়ছে রাজনৈতিক তরজার পারদও।