কলকাতা: শহরের অভিজাত মলে ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড! আজ বিকেলে সাউথ সিটি মলে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকে শপিং মল। কলকাতা পুলিশের তরফে চলল মক ড্রিল। জঙ্গি নাশকতার ঘটনায় কীভাবে সামাল দেওয়া হবে তার জন্য প্রস্তুতি সারল পুলিশ।
প্রসঙ্গত, রাজ্যে যেভাবে একের পর এক জঙ্গি যোগ প্রকাশ্যে আসছে, তাই এবার আগাম সতর্ক প্রশাসন। সবথেকে বড় কথা,দক্ষিণ কলকাতার অন্যতম বড় শপিংমল হল সাউথসিটি। এখানে প্রতিদিনই প্রচুর মানুষের আনাগোনা হয়। আচমকা কোনও কিছু ঘটলে, এই বিপুল সংখ্যক মানুষকে কীভাবে নিরাপত্তা দিয়ে সরিয়ে নিয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে, তা সবসময় লক্ষ্য থাকে প্রশাসনের। এদিন বিকেলে মূলত সেই কারণেই সাউথ সিটি মলে চলল মহড়া।সাউথ সিটি মলে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী এসে চালাল মক ড্রিল।
প্রসঙ্গত, সম্প্রতি সামনে এসেছিল একটি বিস্ফোরক তথ্য। ভারত জুড়ে স্লিপার সেল তৈরি করতে বাংলাদেশ থেকে ঢুকেছিল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলার সদস্য মহম্মদ সাদ রাডি। বাংলাদেশের রাজশাহি থেকে এসে বানিয়ে ফেলেছিল ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট। আধার কার্ডের ঠিকানা, মুর্শিদাবাদের হরিহরপাড়া। ভোটার লিস্টে ঠিকানা- নওদা।
কিছুদিন আগেই অসম পুলিশের STF এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে আনসারুল্লা বাংলার ৮ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। ইতিমধ্যেই সামনে এসেছিল ধৃতদের মধ্যে এক জঙ্গির বাংলাদেশে গিয়ে ট্রেনিং নেওয়ার কথাও। সূত্রের দাবি, পাকিস্তান, বাংলাদেশে থাকা হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত জঙ্গিরা। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে, বাংলাদেশের জেল থেকে পালিয়েছিল ৭০ জন কুখ্যাত জঙ্গি। জঙ্গি কার্যকলাপের অভিযোগ থাকা বেশ কয়েকজনকে মুক্তিও দিয়েছিল ইউনূস সরকার।
তাদেরই একজন ওসামা বিন লাদেনের 'আল কায়দা'র দ্বারা অনুপ্রাণিত আনসারুল্লা বাংলা টিম বা ABT-এর প্রধান জসিমউদ্দিন রহমানি। ২৬ অগাস্ট, তাকে মুক্তি দিয়েছিল মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর, এরপর থেকেই ফের সক্রিয়তা বাড়িয়েছিল আনসারুল্লা বাংলার জঙ্গিরা। সক্রিয় করা হয়েছিল স্লিপার সেলগুলিকে। তাই এবার কোনও মতে ঝুঁকি নিতে রাজি নয় দেশ তথা রাজ্য।
আরও পড়ুন, তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেনে 'আগুন'-আতঙ্ক ! যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)