অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : পুজোর আর মাস দেড়েক বাকি। তার আগে কলকাতা পুরসভার হাতে শহরের খারাপ রাস্তার তালিকা তুলে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। পুজোর আগে দ্রুত সারানোর অনুরোধ। ছোটখাটো মেরামতির কাজ শুরু হয়েছে, পুজোর পরে স্থায়ী সংস্কার। আশ্বাস পুরসভার।


কল্লোলিনীর একাধিক জায়গায় কোথাও বড় বড় গর্ত। কোথাও পিচ উঠে গিয়ে রাস্তার কঙ্কালসার চেহারা। খন্দপথে যখন-তখন দুর্ঘটনার আশঙ্কা।শহরজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল। গার্ডরেল বসিয়ে যা পুলিশের পক্ষ থেকে চালিয়ে যাওয়া চলছে তিলোত্তমনার গতি বজায় রাখার কাজ। এবার কলকাতা পুলিশের নজরে যে সমস্ত খারাপ রাস্তা, পুজোর আগে সেই সমস্ত রাস্তা মেরামতির অনুরোধ জানিয়ে বেহাল রাস্তার তালিকা কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) হাতে তুলে দিল কলকাতা পুলিশ।


এই তালিকায় রয়েছে, স্ট্র্যান্ড রোড, ব্রেবোর্ন রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এমজি রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, রবীন্দ্র সরণি, ইএম বাইপাস, সাদার্ন অ্যাভিনিউ, রাসবিহারী অ্যাভিনিউ, হাজরা রোড, হরিশ মুখার্জি রোড, চেতলা রোড, হাইড রোড, তারাতলা রোড, জেমস লং সরণির একাংশ ও শিয়ালদা উড়ালপুল, ঢাকুরিয়া সেতু, দুর্গাপুর সেতু-সহ একাধিক গুরুত্বপূর্ণ সেতু ও রাস্তা। ভুক্তভোগীদের কথায়, প্যাচ ওয়ার্ক করে কিছু হবে না, স্থায়ী সমাধান চাই, চোখের সামনে দুর্ঘটনা ঘটতে দেখেছি।


কলকাতা পুরসভা (KMC) সূত্রে খবর, খারাপ রাস্তার তালিকায় পূর্ত দফতর, কেএমডিএ, পুরসভা ও বন্দরের রাস্তাও রয়েছে। নোডাল এজেন্সি হিসেবে বিভিন্ন দফতর ও সংস্থার সঙ্গে সমন্বয়ের দায়িত্ব কলকাতা পুরসভার। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (রাস্তা) অভিজিৎ মুখোপাধ্যায় বলেছেন, 'মেয়র পরে এই এজেন্সিগুলোকে নিয়ে মিটিং করবেন। তাদের রাস্তা সারাতে বলা হবে।'


পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যে বিভিন্ন রাস্তায় পট হোল বা ছোট গর্ত বোজানোর কাজ শুরু হয়েছে। অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, বরোগুলিকে নিয়ে মিটিং করছি। এটা চলতে থাকবে। পুজোর আগে বেশ কিছু রাস্তা মেরামত করা হবে। সব রাস্তাই যে পুজোর আগে ঝাঁ চকচকে হয়ে যাবে, তেমন আশা দেখাচ্ছে না কলকাতা পুরসভা। তবে পুজোর পরে এই রাস্তাগুলিকে স্থায়ীভাবে মেরামত করা হবে বলে তারা আশ্বাস দিয়েছে। 


আরও পড়ুন- ‘দু’চারটে আসনে হারলে ক্ষতি নেই, তবে ভোটে গা জোয়ারি নয়’, পঞ্চায়েত ভোটকে লক্ষ্য রেখে দলকে বার্তা অভিষেকের