কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস যে বৈঠক হয়। যেখানে পঞ্চায়েত ভোটকে লক্ষ্য রেখে দলকে অভিষেক বার্তা দিয়েছেন বলেই খবর সূত্রের। ‘দু’চারটে আসনে হারলে ক্ষতি নেই, তবে ভোটে গা জোয়ারি নয়। প্রার্থী নির্বাচনে গুরুত্ব পাবে স্বচ্ছ ভাবমূর্তি’, এমন বার্তাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৈঠকে দিয়েছেন। পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক অভিষেকের।


বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলের রণকৌশল কী হবে, সেই নিয়ে ইতিমধ্যে একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দফায় দফায় পূর্ব মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক সারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পূর্ব মেদিনীপুরের কার্যত ব্লক ধরে ধরে বিভিন্ন এলাকার নেতাদের সঙ্গে চলে বৈঠক। যেখানেই অভিষেক বার্তা দেন, পঞ্চায়েত ভোটে কোনওরকম গা জোয়ারি করা যাবে না।


২০১৮ সালে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে গা জোয়ারি করে নির্বাচনে জেতার একাধিক অভিযোগ উঠেছিল। বহু জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়ের পর শাসকদলের গা জোয়ারি রাজনীতির অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। একাধিক অভিযোগ বিদ্ধ হওয়ার পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যে তার প্রভাব পড়েছিল, তেমনটাও পরে স্বীকার করে নেন শাসকদলের একাধিক নেতা-কর্মী।


২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের পরের বছরও লোকসভা নির্বাচন। তাই গতবারের ঘটনাক্রমের পুনরাবৃত্তি যাতে দলের ভাবমূর্তি নষ্ট না করে ও ভোটবাক্সে বিরূপ প্রভাব না ফেলে, সেই ভাবনা সামনে রেখেই এখন থেকেই বিভিন্ন জেলা নেতৃত্বকে বার্তা দিতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।



পাশাপাশি পঞ্চায়েত ভোটে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তিই আসল চাবিকাঠি বলেও দলীয় নেতৃত্বকে বার্তা দিয়ে রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে পার্থ চট্টোপাধ্যায়গরু পাচারকাণ্ডে সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। নিত্যদিন বিরোধীদের খোঁচায় জর্জরিত রাজ্যের শাসকদল। এই অবস্থায় জনগণের সঙ্গে যোগাযোগ রয়েছে যাঁদের ও ভাবমূর্তি স্বচ্ছ যাঁদের, ভোটের টিকিট দেওয়ার ক্ষেত্রে তাঁদেরকেই প্রাধান্য দেওয়া হবে বলেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন- ‘অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে পরিবারকে', বিচারককে হুমকি চিঠি