ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: পিকনিক গার্ডেনে ফ্ল্যাটে তরুণীর রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার, উধাও সঙ্গী। সূত্র মারফত খবর, তরুণীর গলায় ফাঁসের চিহ্ন, খুন বলে সন্দেহ করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ।


তিনজলা থানা এলাকার পিকনিক গার্ডেনে তরুণির রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পিকনিক গার্ডেনের একটি বহুতলের ৪ তলায় খাটের মধ্যে শোওয়ানো অবস্থায় পাওয়া গিয়েছে ওই তরুণীর মৃতদেহ। গলায় ফাঁসের চিহ্ন ছিল বলে সূত্র মারফত খবরে জানা গিয়েছে। তরুণীর সঙ্গী এই ঘটনার পর থেকে পলাতক।তরুণীর বয়ফ্রেন্ডের ফোনের চ্যাট বক্স থেকে শুরু করে ফোনের টাওয়ার লোকেশন নিয়ে ইতিমধ্য়ে খোঁজে নেমেছেন তদন্তকারীর দল।


তবে কেন তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না, এনিয়েও প্রশ্ন উঠেছে।জানা গিয়েছে, ওই তরুণী বারে ডান্স করতেন। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেই জানা সম্ভব হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে তিনজলা থানা ও কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখায়। যৌথভাবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।


 বাড়ির মেঝে ভেসে যাচ্ছে রক্তে আর তার মধ্য়েই মায়ের মৃতদেহ আগলে বসে রয়েছেন মেয়ে। সম্প্রতি এমনই দৃশ্যের সাক্ষী হয়েছিল  হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত তাঁতি পাড়া। মৃতার দাদার দাবি ছিল, মানসিক ভারসাম্য়হীন ছিলেন ভাগ্নি। ঘটনাস্থলে এসে তাঁকে রিহ্যাব সেন্টারে পাঠিয়েছিল পুলিশ। পাশাপাশি, অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছিলেন তাঁরা। মাঝে কেটে গিয়েছে ৮ বছর। এখনও হাড় হিম করে দেয় রবিনসন স্ট্রিট কাণ্ডের স্মৃতি।


আরও পড়ুন, দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, 'মানুষের করের টাকায়..'


সম্প্রতি সেই ঘটনারই ছায়া দেখা গিয়েছিল হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত আট নম্বর তিব্বতিবাবা লেনে। মায়ের মৃতদেহ আগলে বসে রয়েছেন মেয়ে। পুলিশের দাবি, বুধবার দরজা ভাঙতেই এই ভয়ঙ্কর দৃশ্য় দেখতে পান তাঁরা। প্রতিবেশীদের দাবি, হাওড়ার তাঁতি পাড়ার এই বাড়িতেই থাকতেন বছর ৭০ এর বৃদ্ধা মিনতি মুখোপাধ্য়ায় এবং তাঁর মেয়ে কাকলি।গত তিনদিন ধরে মা কিংবা মেয়ে কাউকে দেখা যায়নি। বুধবার সকালে দুর্গন্ধ বেরোতে থাকে বাড়ি থেকে। তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চ্য়াটার্জি হাট থানার পুলিশ। দরজা ভেঙে তাঁরাই উদ্ধার করেন মৃতদেহ। এরপর মৃতার মেয়েকে পাঠানো হয় রিহ্যাব সেন্টারে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।