Realme 13 Pro: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৩ প্রো (Realme 13 Pro)। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। রিয়েলমি ১৩ প্রো ফোনে (Realme Phone) ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভারতে রিয়েলমি ১৩ প্রো ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে
রিয়েলমি ১৩ প্রো ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৮,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৩১,৯৯৯ টাকা। এমারেল্ড গ্রিন, মনেট পার্পল এবং মনেট গোল্ড এই তিন রঙে রিয়েলমি ১৩ প্রো ফোন লঞ্চ হয়েছে।
কবে থেকে বিক্রি শুরু হবে রিয়েলমি ১৩ প্রো ফোনের, কোথা থেকে কেনা যাবে, কী কী অফার রয়েছে
আগামী ৬ অগস্ট দুপুর ১২টা থেকে রিয়েলমি ১৩ প্রো ফোনের বিক্রি শুরু হতে চলেছে। প্রি-বুকিং শুরু হচ্ছে আজ অর্থাৎ ৩১ জুলাই থেকে। কেনা যাবে রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। লঞ্চ অফার হিসেবে ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকছে ৩০০০ টাকা। এর পাশাপাশি ১২ মাসের জন্য নো-কস্ট ইএমআই- এর সুবিধা থাকছে ক্রেতাদের জন্য। এছাড়াও থাকছে এক বছরের ওয়ারেন্টি।
রিয়েলমি ১৩ প্রো ফোনে কী কী ফিচার রয়েছে
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0- এর সাপোর্ট।
- এই ফোনের স্ক্রিন একটি OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ।
- রিয়েলমি ১৩ প্রো ফোনে একটি ৯ স্তরীয় কুলিং সিস্টেম রয়েছে। ফোন ঠান্ডা রাখতে এটি সাহায্য করবে।
- রিয়েলমির এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর রয়েছে।
- ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- এটি একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস।
- ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ৫.২ সাপোর্ট রয়েছে রিয়েলমি ১৩ প্রো ফোনে রয়েছে।
আরও পড়ুন- ওপ্পোর নতুন ফোন হাজির ভারতে, কেনা যাবে ১৫ হাজার টাকার কমেই
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।