সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: গুজরাতে (Gujarat) ভোটের প্রচারে গিয়ে বাঙালিদের মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal Controversy)। এবার সেই মন্তব্যের জেরে কলকাতার তালতলা থানায় (Taltala Police Station) তলব করা হল অভিনেতাকে।


পরেশ রাওয়ালকে তালতলা থানায় তলব


বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, এবার বলিউড অভিনেতা পরেশ রাওয়ালকে তালতলা থানায় তলব করা হল। ১২ ডিসেম্বর দুপুর ২টোয় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


অভিনেতার বিরুদ্ধে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের করা অভিযোগের ভিত্তিতে তলব করা হয়েছে। মহম্মদ সেলিম অভিযোগ করেন একাধিক বাঙালি ভিন রাজ্যেও বসবাস করেন, তাঁদের উদ্দেশ্য করেই এই মন্তব্য করেন পরেশ রাওয়াল।


পরেশ রাওয়ালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় অশান্তি সৃষ্টি, ১৫৩-এ ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার প্রচার, ১৫৩-বি ধারায় ভাষাগত ও জাতিগত গোষ্ঠীর অধিকার অস্বীকার ও ৫০৪ ধারায় উস্কানির উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমানের অভিযোগ করা হয়েছে। 


আরও পড়ুন: SSC: ভুল সুপারিশ কবুল করল কমিশন! হাইকোর্টের নির্দেশে আরও ৪০ জনের তালিকা প্রকাশ


কী বলেছিলেন পরেশ রাওয়াল?


'রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমলে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?' গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারে বাঙালি বিদ্বেষী মন্তব্য করেন বিজেপি নেতা পরেশ রাওয়াল। তৃণমূল থেকে সিপিএম, প্রত্যেকেই পরেশ রাওয়ালের মন্তব্যের কড়া সমালোচনা করেন। অস্বস্তির মুখে পড়ে বিজেপিও। বিতর্কের জেরে ক্ষমা চেয়ে নেন পরেশ রাওয়াল।


বঙ্গ বিজেপি যখন বাঙালির মন জয়ের জন্য পাহাড় থেকে সমুদ্র ঝাঁপাচ্ছে, তখন হাইভোল্টেজ গুজরাত বিধানসভা ভোটের প্রচারে বাঙালি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে কড়া সমালোচনার মুখে পড়লেন প্রাক্তন বিজেপি সাংসদ ও অভিনেতা পরেশ রাওয়াল। বাঙালি বিদ্বেষী মন্তব্য করে বিতর্কের মুখে মোদি ঘনিষ্ঠ বিজেপি নেতা পরেশ রাওয়াল! বিদ্রুপের সুরে টেনে আনেন ‘মাছে-ভাতে’ বাঙালির প্রসঙ্গ! বলেন, 'গ্যাসের সিলিন্ডারের দাম এখন চড়া। আবার কমেও যাবে। সাধারণ মানুষ চাকরিও পাবেন। কিন্তু, যদি রোহিঙ্গা উদ্বাস্তু এবং বাংলাদেশিরা আপনাদের পাশেই থাকতে শুরু করেন, দিল্লির মতো? তখন গ্যাসের সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?' এই মন্তব্যে তীব্র নিন্দার ঝড় ওঠে। তার জেরেই মহম্মদ সেলিমের করা অভিযোগের ভিত্তিতে এবার তাঁকে তলব করা হল তালতলা থানায়।