কলকাতা: নজরুল মঞ্চে পুলিশ দিবসের অনুষ্ঠানে এসে কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। একটা আধটা ভুল হয়ে গেলে, কলঙ্কিত করার চেষ্টা করা হয় পুলিশকে। একটা ভুলকে সামনে রেখে কলঙ্কিত করার চেষ্টা করে যারা, তারা সমাজবিরোধী, এমনটাই বললেন পুরমন্ত্রী। সাম্প্রতিক সময়ে আর জি কর ইস্যু, চাকরিহারাদের আন্দোলনে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তা নিয়ে সাধারণ মানুষের মধ্য়েও ক্ষোভ বেড়েছে। যদিও ফিরহাদ হাকিম কিন্তু কলকাতা পুলিশের পাশেই দাঁড়ালেন। 

এদিন নজরুল মঞ্চের এসে পুলিশের ঢাল হয়ে সমালোচকদের আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ''যারা বিভ্রান্ত করার চেষ্টা করে, তারা সমাজের বন্ধু হতে পারে না। আমরা যে ভালভাবে বাড়িতে থাকি, নিরাপদে থাকি, তার শ্রেয়টা কিন্তু পুলিশ আছে বলেই সম্ভব। যেমন দেশের সুরক্ষা আর্মির হাতে। তেমনই পুলিশ আছে বলেই আমরা নিরাপদ।''

একদিকে দাগি নিয়ে ফের হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। অন্যদিকে যোগ্য শিক্ষককে ধরতে মরিয়া পুলিশ! কিন্তু ফিরহাদ হাকিম কিন্তু পুলিশের ঢাল হলেন। তিনি আরও বলেন, ''যারা পুলিশের সমালোচনা করে, যাঁরা একটা-আধটা ঘটনা ঘটে গেলে, তা নিয়ে বেশি তারা সমাজবিরোধী। পুলিশ দিবসের অনুষ্ঠানে সমালোচকদের দাগিয়ে দিলেন পুরমন্ত্রী! পুলিশের এক-আধটা ভুল হয়ে গেলে, কলঙ্কিত করার চেষ্টা চলে। যারা বিভ্রান্ত করার চেষ্টা করে, তারা সমাজের বন্ধু হতে পারে না।'' 

এদিকে, মঞ্চ নিয়ে সেনার সঙ্গে তৃণমূলের সংঘাত। মেয়ো রোডে মুখ্যমন্ত্রী। তৃণমূলের মঞ্চ নিয়ে সংঘাতের মধ্যেই হঠাৎ হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দিল সেনাবাহিনী। বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ। গান্ধীমূর্তির কাছে টানা মঞ্চ রাখার অনুমতি নেই, জানিয়ে দিল সেনাবাহিনী। অনুমতি নিয়েই প্রতিবাদ মঞ্চ করা হয়েছিল, দাবি তৃণমূল কংগ্রেসের। সেনা নামিয়ে ভাষা আন্দোলন বন্ধ করা যাবে না, হুঁশিয়ারি তৃণমূলের

মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ''আর্মিকে দিয়ে মঞ্চ খুলিয়েছে, মাইকের তার কেটে দিয়েছে। সেনাকে দিয়ে কাজ করালে, দেশটা কোথায় যাবে?। দরকার হলে পুলিশের সঙ্গে কথা বলতে পারত, আমরাই মঞ্চ খুলে দিতাম। সেটা না করে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের মঞ্চ খুলে দিল। ২০০-র মতো সেনা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, আপনাদের জন্য আমরা গর্ব বোধ করি, আপনারা পালাচ্ছেন কেন? আমি সেনাবাহিনীকে দায়ী করব না, এর জন্য দায়ী বিজেপি। সেনাবাহিনীকে ব্যবহার করে মঞ্চ খুলে দিয়েছে বিজেপি। আপত্তি থাকলে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলতে পারত।'' আগামীকাল দুপুর ২ থেকে ব্লকে ব্লকে সভার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়