কলকাতা: কলকাতায় ফের ‘যকের ধনে’র হদিশ। পোস্তা থেকে উদ্ধার ৫০ লক্ষ টাকা। দিগম্বর জৈন টেম্পল রোডে এক বাবা-ছেলের কাছ থেকে উদ্ধার হয়েছে এই টাকা। আনোয়ার হোসেন মোল্লা ও মোস্তাকিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের দাবি, কটন স্ট্রিটের একটি অফিস থেকে দেওয়া হয়েছে টাকা। অন্যদিকে পুলিশের দাবি, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল টাকা, জবাব দিতে পারেননি ধৃতরা। 


মালদার গাজোলের পর এবার কালিয়াচকে যকের ধনের হদিশ মিলল। এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লক্ষ টাকা উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। টাকার সঙ্গে মাদক কারবারের যোগ রয়েছে বলে দাবি পুলিশ সূত্রে।



১৯ নভেম্বর কালিয়াচকে পরিযায়ী শ্রমিকের বাড়িতে টাকার পাহাড়। মালদায় ফের টাকার পাহাড়! ৪ সেপ্টেম্বর, গাজোলে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়  প্রায় দেড় কোটি টাকা। এবার কালিয়াচকে এক শ্রমিকের বাড়িতে মিলল যকের ধন! থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল! পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৩৭ লক্ষ টাকা!



গোপন সূত্রে খবর পেয়ে শনিবার, ভিনরাজ্যের শ্রমিক, কালিয়াচকের বাসিন্দা মহীদুর শেখের বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশের এসটিএফ। মহীদুর রাজস্থানে নির্মাণ শ্রমিকের কাজ করেন বলে খবর পুলিশ সূত্রে। তিনি বাড়িতে ছিলেন না। তল্লাশি চালিয়ে তাঁর ঘর থেকে উদ্ধার করা হয় ৩৬ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা। 



কোথা থেকে এল এত টাকা? নেপথ্যে কি মাদক কারবার? খতিয়ে দেখছে পুলিশ। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট, হাওড়ায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি, গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে শুরু করে শিবপুরে পাণ্ডে ব্রাদার্সের গ্যারাজ ও ফ্ল্যাট। সাম্প্রতিককালে পরপর টাকার পাহাড়ের হদিশ মিলেছে রাজ্যে। তালিকায় মালদার কালিয়াচকে পরিযায়ী শ্রমিকের বাড়িও। সেখানে মিলল ৩৭ লক্ষ টাকা। 



চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কালিয়াচক থেকে রয়্যাল শেখ নামে এক যুবককে প্রচুর মাদক-সহ গ্রেফতার করে সিআইডি। পুলিশ সূত্রে দাবি, পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া এই টাকা রয়্যাল শেখেরই। তাঁর স্ত্রী ফতেমা বিবি এই টাকা মহীদুর শেখের বাড়িতে রেখে যান। ফতেমা বিবিকে মূল অভিযুক্ত হিসেবে দেখিয়ে মামলা রুজু করেছে পুলিশ। এই টাকার সঙ্গে আর কারও যোগ রয়েছে কি? মাদক কারবারে আর কারা জড়িত? উত্তর খুঁজছে পুলিশ। 


কোচবিহার জেলার (Cooch Behar) মেখলিগঞ্জ থেকে বাংলাদেশি ২৭ লক্ষ টাকা সমেত এক ভারতীয় ব্যক্তিকে আটক করল কুচলিবাড়ি থানার পুলিশ। রবিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে, ওই ব্যক্তিকে আটক করার পর সোমবার মেখলিগঞ্জ মহকুমা আদালতে (Court) তোলা হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির বাড়ি ১০৮ ছোট কুচলিবাড়িতে। পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। তবে ওই টাকা গুলি চ্যাংব্যান্ধার মানি এক্সচেঞ্জ যে কাউন্টার রয়েছে, সেখান থেকে নিয়ে এসেছিলেন বলে দাবি করেছন ঐ ব্যাক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।