কলকাতা: রোয়িং প্রশিক্ষণ চালু হতেই ফের রবীন্দ্র সরোবরে দুর্ঘটনা। উল্টে গেল রোয়িং বোট। আজ সকালের ঘটনা। বোটে ছিলেন এক সিনিয়র রোয়ার। উদ্ধারকারী বোট থাকায় দ্রুত তাঁকে উদ্ধার করা হয়। গত ২১ মে, প্রবল ঝড়ে রবীন্দ্র সরোবরে রোয়িং বোট উল্টে জলে ডুবে মৃত্যু হয় দুই কিশোরের। এরপর দীর্ঘদিন বন্ধ ছিল রোয়িং প্রশিক্ষণ। সপ্তাহখানেক আগে ফের চালু হতেই বোট উল্টে বিপত্তি। 


এর আগে মে মাসে প্রচণ্ড ঝড়ের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কলকাতার  (Kolkata) রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar)। কালবৈশাখীর (Kalbaishaki) সময় রোয়িং ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনাটি (accident) ঘটে। ঝড়ের সময় রোয়িং করতে গিয়ে রবীন্দ্র সরোবরে তলিয়ে গেল ২ কিশোর। ঘটনার পর প্রায় সাড়ে ৩ ঘণ্টা তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষমেশ ২ জনের দেহ উদ্ধার করে হাসপাতালে (hospital) নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রোয়িং বোটে থাকা ৫ জনের মধ্যে ২ জনের মৃত্যু (death) হয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন সাউথ পয়েন্টের পড়ুয়া। অপর মৃত পড়ুয়া এক পুলিশকর্তার ছেলে বলে জানা গিয়েছে।


ঠিক কীভাবে দুর্ঘটনা


আর পাঁচটি দিনের মতো এদিনও চলছিল রোয়িং ক্লাবে রোয়িং প্রশিক্ষণ। কিন্তু বিকেল সাড়ে চারটে নাগাদ ঝড়ের মাঝে পড়ে দুর্ঘটনাটি ঘটে। হালকা বৃষ্টিও হাওয়ার মধ্যে প্রশিক্ষণে নামে পাঁচটি রোয়িং বোট। কিন্তু রবীন্দ্র সরোবরের মাঝ বরাবর তারা পৌঁছতেই পড়ে যায় প্রবল ঝড়ের কবলে। যে ঝড়ের মাঝেই একটি রোয়িং বোট উল্টে যায়। যে বোটে ছিলেন পাঁচজন। যে অঞ্চলে রোয়িং বোলটি উল্টে যায়, সেখানে জলের গভীরতা প্রায় ২০ ফুট। রোয়িং বোট উল্টে যাওয়ার পর সেটিতে থাকা তিনজন ও বাকিরা সাঁতরে পাড়ে পৌঁছতে পারলেও বাকি দু'জন পারেননি। পাড়ে ফিরেই দু'জন গোটা ঘটনার কথা জানানোর পরই সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। কিছুক্ষণ পরেই একজনের খোঁজ মিললেও প্রায় সাড়ে তিন ঘণ্টা পর অপর একজনের খোঁজ মেলে। কিন্তু দুর্ভাগ্যবশত দু'জনকেই হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


এর পরেই রোয়িং দুর্ঘটনার পর নিরাপত্তা বিষয়ক SOP তৈরি করার কাজ শুরু হয়।  বলা হয় যতদিন না তা তৈরি হচ্ছে ততদিন রোয়িং বন্ধ থাকবে রবীন্দ্র সরোবরে (Rabindra Sarabar)। লালবাজারে (Laalbazar) বৈঠকে বিভিন্ন রোয়িং ও সুইমিং ক্লাবকে জানিয়ে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। 


এরপর বেশ কিছুদিন রোয়িং বন্ধ ছিল রবীন্দ্র সরোবরে (Rabindra Sarabar)। নিরাপত্তা নিয়ে তৈরি হচ্ছিল Standard Operating Procedure বা SOP। রবীন্দ্র সরোবরে (Rabindra Sarabar) রোয়িং দুর্ঘটনায় ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পর লালবাজারে হয় জরুরি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ সুপার বিনীত গোয়েল-সহ পুলিশের পদস্থ কর্তারা, কেএমডিএ-র আধিকারিক এবং রবীবন্দ্র সরোবর ব্যবহার করে এমন রোয়িং ও সুইমিং ক্লাবের কর্মকর্তারা। বৈঠকে ছিলেন মৃত সৌরদীপ চট্টোপাধ্যায়ের দাদা ও বাবা।