পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: সম্প্রতি রবীন্দ্র সরোবরে রোয়িং অনুশীলনের সময় বোট উল্টে মৃত্যু হয় দুই ছাত্রের। তারপরেই টনক নড়ল। রোয়িং নিয়ে লালবাজারের এসওপি মেনে নিল ৩টি ক্লাব। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত এসওপি হাতে পেয়ে যেতে পারে রোয়িং ক্লাবগুলি।


রোয়িং নিয়ে লালবাজারের Standard Operating Procedure বা SOP-র খসড়া প্রস্তাব মেনে নিয়েছে ৩টি ক্লাব। লেক ক্লাবের জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দত্ত বলেন, 'যা যা বলেছে সব মেনে নিয়েছি।' ক্যালকাটা রোয়িং ক্লাবের তরফে চন্দন রায়চৌধুরী বলেন, 'নিয়ম মানা হবে। দ্রুত রোয়িং চালু হোক।' এসওপি-র খসড়া চূড়ান্ত হলে, তবেই ফের রোয়িং শুরু হবে রবীন্দ্র সরোবরে। 


দুর্ঘটনার পর টনক নড়ল:
গত ২১ মে রবীন্দ্র সরোবরে রোয়িংয়ের সময়, ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির মধ্যে ডুবে মৃত্যু হয় দুই কিশোরের। সেই ঘটনায় গাফিলতির অভিযোগে উঠে আসে একের পর এক গুরুতর প্রশ্ন। কেএমডিএ এবং রোয়িং ক্লাবগুলির ভূমিকা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। তারপরেই গত শুক্রবার কেএমডিএ কর্তৃপক্ষ এবং রবীন্দ্র  সরোবর ব্যবহারকারী রোয়িং ও সুইমিং ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে SOP-র খসড়া তৈরি করে দেয় পুলিশ। 


কী প্রস্তাব?
খসড়া প্রস্তাবে বলা হয়,  রবীন্দ্র সরোবরে রোয়িংয়ের সময় আন্তর্জাতিক স্তরের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রোয়ার, কক্স রাখতে হবে। রবীন্দ্র সরোবরে রাখতে হবে রেসকিউ বোট বা উদ্ধারকারী নৌকা। প্রতি ক্লাবকে একজন করে নিরাপত্তা আধিকারিক রাখতে হবে। ওয়াটার অ্যাম্বুল্যান্স রাখতে হবে রবীন্দ্র সরোবরে। যেখানে থাকবেন চিকিৎসক ও প্যারামেডিক্যাল স্টাফ। সোমবার বিকেল ৪টে থেকে এই এসওপি নিয়েই দু-ঘণ্টা আলোচনা হয় লালবাজারে। তিনটি ক্লাব, ওয়েস্ট বেঙ্গল রোয়িং অ্যাসোসিয়েশন এবং কেএমডিএ-র প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। অতিরিক্ত পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর এসওপি মেনে নেওয়ার কথা জানায় ক্লাবগুলি। 


২১ মে-র ঘটনায় এক ছাত্রের পরিবারের তরফে রবীন্দ্র সরোবর থানায় অনিচ্ছাকৃত খুনের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সোমবার সেই তদন্তভার নিজেদের হাতে নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। 


আরও পড়ুন: জলপথে হানাদারের তাণ্ডব, পুলিশি তল্লাশিতে জঙ্গল থেকে উদ্ধার অপহৃত