Moto G14: মোটো জি১৪ (Moto G14) ফোন লঞ্চ হয়েছে ভারতে। মোটোরোলা কোম্পানির 'জি' সিরিজের (Motorola G Series Smartphone) এই নতুন স্মার্টফোন একটি বাজেট ফ্রেন্ডলি ফোন। মোটো জি১৪ ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও রয়েছে স্টিরিও স্পিকারের সেটআপ যেখানে ডলবি অ্যাটমোস অডিও সাপোর্ট রয়েছে। মোটোরোলার নতুন ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের TurboPower চার্জিং সাপোর্ট রয়েছে। মোটো জি১৪ ফোন আপাতত পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩-র সাহায্যে। সংস্থা জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ১৪ ভার্সানের সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। সেই সঙ্গে থাকবে তিন বছরের সিকিউরিটি আপডেট। 


ভারতে মোটো জি১৪ ফোনের দাম


মোটোরোলা জি১৪ ফোন ভারতে একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৯৯৯ টাকা। বর্তমানে স্টিল গ্রে এবং স্কাই ব্লু- এই দুই রঙে পাওয়া যাচ্ছে মোটো জি১৪ ফোন। ৮ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে। কেনা যাবে ফ্লিপকার্ট এবং মোটোরোলা ইন্ডিয়া ওয়েবসাইট থেকে। 


মোটো জি১৪ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T616 প্রসেসর। এই ফোএর ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। মোটো জি১৪ ফোনে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

  • মোটো জি১৪ একটি ৪জি ফোন। এখানে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ৪জি এলটিই, জিপিএস, এ-জিপিএস, টাইপ- সি ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিলিমিটারের একটি হেডফোন জ্যাক- এই সবকিছুর সাপোর্ট রয়েছে। 

  • মোটোরোলা 'জি' সিরিজের এই ফোন IP52 রেটিং যুক্ত একটি splash রেজিসট্যাট ডিভাইস। অর্থাৎ জলের ঝাপটায় এই ফোন নষ্ট হবে না। 


ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১২ সিরিজ


রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে। রেডমি ১২ ৪জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। রেডমি ১২ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৪৯৯ টাকা। আর এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। 


আরও পড়ুন- লিভার ভাল রাখার জন্য কোন কোন খাবার খেতে পারেন আপনি? রইল তালিকা