কলকাতা: তীব্র গরমের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি। মুষলধারায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। নরেন্দ্রপুরে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদা দক্ষিণে ব্যাহত ট্রেন চলাচল। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপড়ে গেল গাছ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুরুলিয়ায় বাজ পড়ে ২ জনের মৃত্যু, নাকাশিপাড়ায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের।


আবহাওয়া দফতর সূত্রে জানানাে হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। সোমবার থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। সপ্তাহভর বৃষ্টি চলবে।উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০/৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।


কলকাতার আগে অবশ্য মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে বাঁকুড়া, পুরুলিয়া ও নদিয়া। তখন থেকেই অপেক্ষার প্রহর গোনা বেড়ে যায় মহানগরের বাসিন্দাদের। আকাশে মেঘের দেখা মেলায় কলকাতার মানুষ টের পেয়েছিলেন, আজ সন্ধেতেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। হলও তাই। প্রাণ জুড়িয়ে নামে বৃষ্টি। মুষলধারে বর্ষণে ভিজে শান্ত হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের মাটি। 


 তীব্র দহনজ্বালা থেকে একমাত্র সে-ই যে স্বস্তি দিতে পারে, একথা জানা থাকলেও আকাশে মেঘের ছিটেফোঁটাও দেখা যায়নি বেশ কিছু দিন। অবশেষে গত সপ্তাহে আশার বাণী শোনায় আবহাওয়া দফতর। তখন থেকে পাড়ার আ়ড্ডার ঠেক থেকে অফিসের ক্যান্টিন, সর্বত্র আলোচনা ছিল এই নিয়েই। কবে আসবে কালবৈশাখী? বস্তুত, এ বছর এপ্রিলে কালবৈশাখীর অনুপস্থিতি কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে আবহাওয়াবিদদেরও। তবে দহনজ্বালা থেকে উদ্বেগ, সব কিছু এক লহমায় উড়ে গেল সোমবার সন্ধ্য়ায়। 


বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কতার মধ্যেই রাজ্যের দুই জেলায় তৃতীয় দফার লোকসভা ভোট। এই সময়ে কেমন থাকবে আবহাওয়ার মতিগতি? আগামীকাল অর্থাৎ ৭ মে, মালদা এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া অথবা কালবৈশাখীর সতর্কতা থাকছে। বস্তুত, আগামী ৪৮ ঘণ্টাই ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে।