OnePlus Nord Series Phone: ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোন (OnePlus Nord CE 4 Lite) লঞ্চ হতে চলেছে ভারতে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS Website) ওয়েবসাইটে দেখা গিয়েছে এই ফোনের নাম। আর তার থেকেই অনুমান করা হয়েছে যে ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series) এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোন। যদিও ওয়ানপ্লাস সংস্থা তাদের নতুন ফোনের ভারতে লঞ্চের দিনক্ষণ প্রসঙ্গে নির্দিষ্টভাবে কিছু ঘোষণা করেনি এখনও। শোনা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। 


সঞ্জু চৌধুরী নামের এক টিপস্টার এক্স মাধ্যমে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে ওয়ানপ্লাসের একটি ফোনের নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছে। সেখানে ফোনের মডেল নম্বর CPH2619, এটিকেই ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট মডেল মনে করা হচ্ছে। বলা হচ্ছে, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাই ফোন ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো এ৩ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। ভারতে ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ফোনের দাম ২০ হাজার টাকার কম হতে পারে। 


এবার দেখে নেওয়া যাক ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, তার তালিকা 



  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। অ্যান্ড্রয়েড ১৪- র সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে।

  • এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর যার মাধ্যমে ইউজারদের অথেনটিফিকেশন হবে। 

  • ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 


আরও পড়ুন- আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কেমন হবে ডিজাইন? কী কী ফিচার থাকতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।