শিবাশিস মৌলিক, সুনীত হালদার ও বিটন চক্রবর্তী, কলকাতা: বাংলায় (West Bengal) রামনবমী উদযাপন ঘিরে এবারও চড়ল রাজনীতির পারদ । বাগযুদ্ধে জড়াল বিজেপি (BJP) ও তৃণমূল (tmc)। দিদির দূত কর্মসূচিতে তৃণমূল বিধায়কের সামনে জয় শ্রীরাম স্লোগান ঘিরে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামের সোনাচূড়ায় । 


রামনবমীর দিন রাজ্যজুড়ে পথে নামল বিজেপি। সাতসকালে সজল ঘোষ, তারপর দিলীপ ঘোষ, বিকেলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhiari)। বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতাদের আনাগোনায় দিনভর মুখর রইল হাওড়ার রামরাজাতলা মন্দির । 


মধ্য হাওড়ার খুরুট রোড থেকে রামরাজাতলার রাম মন্দির পর্যন্ত অস্ত্রমিছিলে অংশ নেন বিজেপি নেতা ও কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কথায়, দুর্বলের ওপর প্রয়োগ নয়, দুর্বৃত্তদের রোখার জন্যই অস্ত্র মিছিল। সকাল সাড়ে ১০টা নাগাদ রামরাজাতলার রাম মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। 


দিলীপ ঘোষের আবার অভিযোগ, সারা দেশে রামনবমী উদযাপন হচ্ছে, বাংলাতেও হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাম নবমীতে ছুটি দেননি, উল্টে ধর্নায় বসে আছেন। নাটক করেন, গঙ্গাআরতি করেন। উনার ধর্মনিরপেক্ষতা ফেক ।


মধ্য হাওড়ার সমবায় মন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ রায়ের দাবি, মুখ্যমন্ত্রীকে আঘাত করতে চাইছে। মূর্খের স্বর্গে বাস করছে । দুর্গাপুজোর জন্য ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলা।


এ দিন রামরাজাতলা মন্দিরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সেখান থেকে মিছিল করে মৌলালির রামলীলা পার্কে যান তিনি। দিদির দূত কর্মসূচিতে এ দিনই শুভেনদু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে গিয়েছিলেন  সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। তিনি মিছিল করে যাওয়ার সময়, রাস্তার ধার থেকে কয়েকজন জয় শ্রীরাম স্লোগান দেন। পাল্টা জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূল নেতাকর্মীরা। 


সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র বলছেন, রাম আমাদেরও ভগবান। আমরা রামকে নিয়ে রাজনীতি করি না। সারাক্ষণ জয় শ্রীরাম শ্রীরাম করে ওরাই নোংরা রাজনীতি করে।


তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি সাহেব দাসের কথায়, এই ঘটনার সঙ্গে বিজেপি কোনও ভাবেই জড়িত নয়। রামনবমীর অনুষ্ঠান। ভক্তরা আয়োজন করেছিল। সেখান থেকে কেউ বা কারা স্লোগান দিয়েছে। তৃণমূল নমিজেই গায়ে মেখে আমাদের ওপর দায় চাপাচ্ছে। বালুরঘাটে রাম নবমীর মিছিলে অংশ নেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।