ঝিলম করঞ্জাই,  কলকাতা : ফেটে গিয়েছিল পেটের মহাধমনী। ক্ষতিগ্রস্ত হয়েছিল হৃদযন্ত্রের পাশের ধমনীও। মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতালে টানা ১২ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে মিলল সাফল্য। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী।


পেটের মহাধমনী ফেটে রক্তক্ষরণ!
পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে মুকুন্দুপুরের আর এন টেগোর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বারুইপুরের বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, যন্ত্রণার কারণ খুঁজতে গিয়ে চিকিত্‍সকরা দেখেন বছর ৫৪-র রোগীর পেটের মহাধমনী ফেটে হচ্ছে রক্তক্ষরণ! রক্তক্ষরণ থামানো না গেলে আশঙ্কা জীবনহানির!

আরও পড়ুন 


বেশি বেশি করে খাওয়া নয়, কোভিড আক্রান্ত হলে কী কী খেতেই হবে ?


ক্ষতিগ্রস্ত হৃদযন্ত্রের পাশের ধমনী
রোগীর প্রাণ বাঁচাতে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের আগে শারীরিক পরীক্ষা-নিরিক্ষায় ধরা পড়ে আরও মারাত্মক বিষয়! দেখা যায়, পেটের মহাধমনীর পাশাপাশি মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হৃদযন্ত্রের পাশের ধমনীও! এই পরিস্থিতিতে দুই মহাধমনী মেরামতির জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিত্‍সকেরা। কিন্তু, সেই অপারেশন যে সহজ নয়, তা জানতেন চিকিত্‍সকরা। গত সোমবার প্রায় ১২ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। শেষ পর্যন্ত জরুরি অস্ত্রোপচারে প্রাণ বাঁচল বারুইপুরের বাসিন্দার।  


হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা রোগীকে পর্যবেক্ষণে রেখে পরের দিন দেওয়া হয় সাধারণ বেডে।
শনিবার হাসপাতাল থেকে ছাড়া পান রোগী। 


দুপুর ২ টোর শিরোনাম 


১। পলাতক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ইস্তফার পরেও অগ্নিগর্ভ শ্রীলঙ্কা। আরও ৩ মন্ত্রীর পদত্যাগ। বুধবার গদি ছাড়বেন গোতাবায়া, জানালেন স্পিকার।
২। শ্রীলঙ্কায় গতকালের সংঘর্ষে আহত শতাধিক। দেশবাসীর দুর্দশা দূর করুন, বার্তা আমেরিকার। শান্তিপূর্ণ সমাধান সূত্র বের করতে বলল রাষ্ট্রসঙ্ঘ।
৩। জনতার দখলে শ্রীলঙ্কার রাজপ্রাসাদ। তাণ্ডব বিক্ষোভরত জনতার। তছনছ রাষ্ট্রপতি ভবন। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ।
৪। অমরনাথ দর্শনে গিয়ে আটকে বাংলার বহু পুণ্যার্থী। নিখোঁজ বারুইপুরের কলেজ ছাত্রী। ফেরানোর ব্যবস্থা করুক সরকার, আর্তি আটকে পড়া পর্যটকদের।
৫। স্বামী আত্মস্থানন্দর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর মুখে মা কালীর স্তুতি। 
৬। কালীকে অপমান করছেন তৃণমূল সাংসদ, আড়াল করছেন মমতা। মোদির কালী স্তুতিকে হাতিয়ার করে ট্যুইট অমিত মালব্যর। মোদি কবে কালীঘাট মন্দিরে গেছেন, প্রশ্ন সৌগতর।
৭। বর্ধমানে আরও ২ জনের রহস্যমৃত্যু। হোটেল থেকে মদ খেয়েই মৃত্যুর অভিযোগ পরিবারের। হোটেল মালিকের বিরুদ্ধে খুনের মামলা রুজু।
৮। পুরুলিয়ায় জোড়া খুন। বাইক থামিয়ে পেট্রোল পাম্পের ম্যানেজার ও তাঁর ছেলেকে এলোপাথাড়ি কোপ। ঘটনাস্থলেই মৃত্যু। লুঠের উদ্দেশ্যেই হামলা বলে অনুমান।
৯। কাল উদ্বোধন শিয়ালদা মেট্রোর। সংঘাত আরও চরমে।
১০। এবার সিপিএমেও সিন্ডিকেট-অভিযোগ। নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দল ছাড়লেন দার্জিলিং জেলা সিপিএমের ৫ সদস্য। বিদ্রোহীদের দল থেকে বরখাস্ত। মুখে কুলুপ অশোকের।