কলকাতা: আর জি কর কাণ্ডের (RG Kar Hospital) প্রতিবাদে এদিন ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে এসইউসিআই। বিজেপির রাস্তা-রোকো কর্মসূচিও রয়েছে আজ। রয়েছে তৃণমূলের মিছিল। তার সঙ্গেই ধিক্কার দিবস পালন করছে সিপিএম।
বনধের ছবি:
হাওড়া স্টেশনে (Howrah Hospital) ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শিয়ালদহ শাখাতেও এখন মোটের উপর স্বাভাবিক ট্রেন চলাচল। তবে আগে সমস্যা হয়েছিল। SUCI-এর ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের শুরুতেই সাময়িক ধাক্কা খায় ট্রেন পরিষেবা। শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুর লাইনে দু'জায়গায় ওভারহেডে কলাপাতা ফেলে রাখায় ভোরের দিকে কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয় ট্রেন পরিষেবা। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখার ধামুয়া স্টেশনে অবরোধ করেন ধর্মঘটীরা। পুলিশ গিয়ে তাঁদের রেললাইন থেকে সরিয়ে দেয়। শিয়ালদা দক্ষিণ শাখার গোচরণেও ট্রেন অবরোধের চেষ্টা রেন ধর্মঘটীরা। রেলের তরফে তাঁদের সরিয়ে দেওয়া হয়। এছাড়া শিয়ালদা স্টেশনে ধর্মঘটের বিশেষ কোনও প্রভাব পড়েনি। অন্য দিনের তুলনায় কোনও ফারাকও নেই। এছাড়া কুলতলি, জয়নগরে নানা এলাকায় পিকেটিং হচ্ছে। কিছুক্ষেত্রে বাস পরিষেবা নিয়ে সমস্যা হয়।
সেন্ট্রাল অ্য়াভিনিউতে বাস-ট্যাক্সি সবই রয়েছে। রাস্তায় যাত্রী দেখা যাচ্ছে। অন্য দিনের তুলনায় সামান্য কম লোক রয়েছে বলে মনে হলেও সামগ্রিক ভাবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সবই স্বাভাবিক রয়েছে।
রুবি মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে সকাল সাড়ে নটা পর্যন্ত তেমন কোনও প্রভাব নেই। সরকারি বাস চলছে, বেসরকারি বাসও চলছে।
সল্টলেক সেক্টর ফাইভ এবং সংলগ্ন অফিস এলাকায় সকাল ৯-সাড়ে ৯টা পর্যন্ত বিশেষ প্রভাব পড়েনি। সরকারি ও বেসরকারি বাসের পরিষেবা মোটের উপর সাধারণ দিনের মতোই রয়েছে। চলছে অটো। অফিসে যাতায়াতে তেমন সমস্যা হচ্ছে না কর্মীদের। তবে সামান্য কম দেখা যাচ্ছে কর্মীদের সংখ্যা। করুণাময়ী, সল্টলেক, সেক্টর ফাইভ ও লাগোয়া এলাকায় বনধের প্রভাব তেমন নেই।
হাজরা মোড়ে তেমন কোনও প্রভাব নেই। তবে সকালে এসইউসিআই -এর একটি কর্মসূচি রয়েছে। পরে বিজেপির একটি কর্মসূচি রয়েছে। সেই সময় ট্রাফিক সংক্রান্ত সমস্যা হতেও পারে।
রাসবিহারী মোড়ে সরকারি ও বেসরকারি বাস স্বাভাবিকভাবেই চলছে। এখানে বনধের প্রভাব পড়েনি, স্বাভাবিক রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক SUCI-র, বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা মেট্রো