বার্সেলোনা: তাঁকে বলা হচ্ছে বিশ্ব ফুটবলের নতুন বিস্ময় প্রতিভা। ইউরো কাপে তাঁর প্রতিভার বিচ্ছুরণ দেখেছিল গোটা ফুটবল বিশ্ব। স্পেনকে ইউরো চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন।


স্পেনের তারকা সেই লামিন ইয়ামালের (Lamine Yamal) বাবা ছুরিকাহত হয়েছিলেন বার্সেলোনায়। যে খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় এবার চারজনকে গ্রেফতার করল পুলিশ।


স্পেনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কাতালোনিয়ার মাতারো অঞ্চলে পোষ্য সারমেয়কে নিয়ে হাঁটতে বেরিয়ে ছুরি দিয়ে ইয়ামালের বাবার ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। জায়গাটি বার্সেলোনা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। গাড়ি পার্কিং এলাকায় কয়েকজন লোকের সঙ্গে বচসা হয় তাঁর। তাঁরাই ফিরে এসে তারকা ফুটবলারের বাবাকে আক্রমণ করে।


স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়ামালের বাবাকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। মাতারো শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন স্প্যানিশ ফুটবলারের বাবা। গুরুতরভাবে আহত হলেও, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বিপন্মুক্ত। যে চারজনকে গ্রেফতারর করা হয়েছে, তাঁদের মাতারো পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা চলছে।               


বুধবার, ১৪ অগাস্ট কাতালুনিয়ার মাতারোতে ইয়ামালের বাবা মুনির নাসরাউ ছুরির আঘাতে আহত হন। কয়েকজন ব্যক্তি গাড়ি পার্কিংয়ে একাধিকবার নাসরাউকে ছুরি দিয়ে আঘাত করেন বলে জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম। ইয়ামালের বাবা সারমেয়কে নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন। তখনই কয়েকজন ব্যক্তির সঙ্গে তাঁর বচসা বাঁধে। তারপরই ছুরি দিয়ে ইয়ামালের বাবার ওপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা।             


 






ঘটনাটি শুধুমাত্র কথা কাটাকাটির জেরে হয়েছে, নাকি অন্য কোনও কারণ আছে, সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ। কোনও অতীত শত্রুতার বিষয় আছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। বাবার সঙ্গে দেখা করে গাড়িতে হাসপাতাল ছাড়তে দেখা যায় ইয়ামালকে। প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।                     


আরও পড়ুন: ধোনির সাফল্যের নেপথ্যে ছিলেন, বরাবর আড়ালেই থেকেছেন, কিংবদন্তির অবসরের দিন অজানা গল্প


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।